উচ্চপ্রাথমিকে বঞ্চিত চাকুরিপ্রার্থীদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভের অনুমতি দিল হাই কোর্ট

উচ্চপ্রাথমিকে বঞ্চিত চাকুরিপ্রার্থীদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভের অনুমতি দিল হাই কোর্ট

615c32c5218b682b37baf2406dfa62d2

 কলকাতা: ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর বঞ্চিত চাকুরfপ্রার্থীদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসার অনুমতি দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার৷ উচ্চ প্রাথমিকের এই বঞ্চিত চাকরিপ্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করতে পারবেন বলে অনুমতি দেওয়া হয়েছে। অবস্থান বিক্ষোভ করার অনুমতি চেয়ে শম্পা বিশ্বাস সহ মোট ১১২জন চাকরিপ্রার্থী হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে অবশ্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল তাঁরা। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দরজায় কড়া নাড়েন৷ 

আরও পড়ুন- কয়লা পাচার মামলায় CBI-এর দ্বিতীয় নোটিসে সাড়া, নিজাম প্যালেসে শওকত মোল্লা

সেই সঙ্গে বিচারপতি শম্পা সরকার বলেন, “সিটি অফ জয়, সিটি অফ ডেমনস্ট্রেশনে রূপান্তরিত হতে পারে না (আনন্দের শহর, বিক্ষোভের শহরে রূপান্তরিত হতে পারে না)!” তাই নতুন কোনও জায়গায় নয়, মামলাকারীরা শহরের একটি নির্দিষ্ট জায়াগায় অবস্থান বিক্ষোভ করতে পারবেন। বিচারপতির নির্দেশ, মাতঙ্গিনী হাজরার  পাদদেশে যে অবস্থান-বিক্ষোভ চলছে, সেখানেই অনির্দিষ্টকালের জন্য তাঁরা অবস্থান বিক্ষোভ করতে পারবেন৷ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে হবে।