সাইকেল নিয়ে বামেদের একহাত ফিরহাদের, শোনালেন বর্তমান উন্নয়নের কথা

সাইকেল নিয়ে বামেদের একহাত ফিরহাদের, শোনালেন বর্তমান উন্নয়নের কথা

কলকাতা: সাইকেল শিল্প নিয়ে রাজ্যের পূর্ববর্তী বাম সরকারকে এবার আক্রমণ শানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অতীতে রাজ্যের অবস্থা কেমন ছিল আর বামফ্রন্ট সরকারের আমলে তার কী পরিণতি হয়েছিল সেই কথা তুলে ধরেই তিনি একহাত নেন। তাঁর স্পষ্ট দাবি, ৩৪ বছরে সাইকেল শিল্প শেষ করে দিয়েছে সিপিএমের সরকার।

আরও পড়ুন- প্রাণও দিয়ে দেব! পাহাড়ে নির্বাচন ঘোষণা হতেই অনশনে গুরুং

ফিরহাদ দাবি করেন, এক সময় এ রাজ্যে সাইকেল প্রস্তুতকারক সংস্থা গুলির রমরমা বাজার ছিল। দেশের মধ্যে সাইকেল তৈরি করা ও ব্যবহার করা দিক থেকে সমস্ত রাজ্যের আগে ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু বিগত ৩৪ বছরের বাম জমানায় লাল ঝান্ডার দাপটে এ রাজ্য থেকে সাইকেল ইন্ডাস্ট্রি হাত গুটিয়ে নিয়েছিল। সিপিএমকে একহাত নেওয়ার পরেই বর্তমান সরকার এই ইস্যূতে কী করেছে তার ব্যাখ্যা দেন তিনি। বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ রাজ্যে একটি উন্নয়নমুখী সরকার কাজ করে চলেছে। কর্মসংস্কৃতি বা কাজের পরিবেশ ফিরে এসেছে। এখানে আর বনধ কালচার নেই।

তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেল প্রস্তুতকারক সংস্থা গুলির সঙ্গে কথা বলছেন এবং এ রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরকে ইতিবাচক কথাবার্তা বলার নির্দেশ দিয়েছেন। সাইকেল প্রস্তুত করা ও তার ব্যবহার নিয়ে দেশের মধ্যে বাংলা প্রথম সারির সুনাম অর্জন করেছে, এমনকি উত্তরপ্রদেশের থেকেও এগিয়ে রয়েছে বলেও দাবি করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + nineteen =