কলকাতা: তৃণমূল কংগ্রেসের মধ্যেই যেন একটা ‘দল’ হয়ে গিয়েছে। মূলত আইপ্যাক নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার কারণেই এখন মমতা বনাম অভিষেক বাতাবরণ তৈরি হয়েছে। দুটি ভাগে যেন বিভক্ত হয়েছে ঘাসফুলের অন্দর মহল। এরই মাঝে আবার সোশ্যাল মিডিয়াতে ‘এক ব্যক্তি, এক পদ’ প্রচার করে তা সমর্থন করা হচ্ছে। গোটা বিষয় নিয়ে মুখ খুলে ফিরহাদ হাকিম স্পষ্ট করে দিলেন যে, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। আর সোশ্যাল মিডিয়াতে যে প্রচার করা হচ্ছে তা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সমর্থন করে না।
আরও পড়ুন- বিনা প্রতিদ্বন্দিতায় জয়, ভোট বাতিলের দাবিতে আদালতে যাচ্ছে বিজেপি
এদিন ফিরহাদ জানান, দলের সভানেত্রী নতুনভাবে নীতি নির্ধারণ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন সেটাই দলের সকলে মানবে এইটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই সোশ্যাল মিডিয়াতে ‘এক ব্যক্তি, এক পদ’ প্রচার তৃণমূল কংগ্রেস অনুমোদন দেয় না। তিনি আরও বলছেন যে, সব জায়গায় যে প্রচার করা হচ্ছে তা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে, এর সঙ্গে দলীয় স্বার্থের কোনও সম্পর্ক নেই। এছাড়াও তিনি আরও একটি বিষয় স্পষ্ট করে দেন যে, দলে কোনও ভুল বোঝাবুঝি নেই। এদিকে আবার ফেসবুক লাইভে এসে তৃণমূলের নীতি বিরোধী মন্তব্য করেছেন মদন৷ শুধু তাই নয়, দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির বিধায়ক৷ তার জেরেই মদনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে দল৷ শুত্রবারই তাঁকে শোকজ করা হবে বলে দলীয় সূত্রে খবর৷
সম্প্রতি আইপ্যাক নিয়ে মন্তব্য করেছিলেন সাংসদ সৌগত রায়। দিন কয়েক আগেই আই প্যাকের হয়ে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন সৌগত রায়৷ তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের পিছনে আই প্যাকের যথেষ্ট অবদান রয়েছে৷ আই প্যাকের সঙ্গে রাজ্যের শাসক দল সম্পর্ক বিচ্ছিন্ন করলে ক্ষতি না হলেও অসুবিধা তো নিশ্চই হবে৷ এই প্রেক্ষাপটে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান সাংসদকে সতর্ক করেছেন।