বনগাঁ: গোপালনগরের কলেজের আলমারিতে মিলল বুলেট সহ আগ্নেয়াস্ত্র৷ নহাটা যোগেন্দ্রনারায়ণমণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের আলমারি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ৷ স্টাফ রুমের আলমারি থেকে উদ্ধার ৪ রাউন্ড বুলেট সহ আগ্নেয়াস্ত্র৷ গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছেন কলেজের অধ্যক্ষ৷
আরও পড়ুন- পুলিশের নজর এড়িয়ে পালাল সহবাসে অভিযুক্ত আসামি, অবশেষে শ্রীঘরওয়াপসি!
অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে৷ যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি অ্যাকাউন্ট্যান্ট রণপতি রায়ের কাছ থেকে৷ চারমাস আগে কলেজের অধ্যাপকের উপর হামলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ওই অ্যাকাউন্ট্যান্ট৷ জামিনে ছাড়া পেলেও আপাতত কলেজে আসছেন না তিনি৷ কলেজের আলমারিতে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল তা খতিয়ে দেখছে পুলিশ৷
এদিকে, কলেজের আলমারি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁয়৷ শনিবার বিকেলে কলেজের স্টাফ রুমের আলমারি থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ চার রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় শোরগোল বেঁধেছে৷ এই ঘটনায় হতবাক কলেজের কর্মী, অধ্যক্ষ এবং অধ্যাপকরা৷ আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই খবর দেওয়া হয় গোপালনগর থানায়৷ পুলিশ জানাচ্ছে এটি ওয়ান শাটার বন্দুক৷ অধ্যক্ষ অর্ণব ঘোষ ইতিমধ্যেই গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছেন৷ চার মাস আগে কলেজের অধ্যাপককে ধারালো অস্ত্র দিয়ে হমলা চালিয়েছিল কলেজের অ্যাকাউন্ট্যান্ট৷ তাই অভিযোগের তীন তাঁর দিকেই৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও খোঁজ মেলেনি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>