আবার গ্রেফতার গরু পাচার কাণ্ডের এনামুল, হেফাজতে চাইতে পারে ইডি

আবার গ্রেফতার গরু পাচার কাণ্ডের এনামুল, হেফাজতে চাইতে পারে ইডি

9330a507be37ec3f8a9769456e5eaece

কলকাতা: গত মাসেই গরু পাচার কাণ্ডের মূল পাণ্ডা এনামুল হককে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার আবার তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আজই তাকে আদালতে তোলা হচ্ছে বলে জানান হয়েছে তাদের তরফে। এও জানা গিয়েছে, এই মামলার তদন্তের স্বার্থে এনামুলকে হেফাজতে চাইতে পারে তারা। আজ দিল্লি থেকে এনামুলকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- উধাও গাড়ি, চাকরির নামে প্রতারণা! তারকা বিধায়ক সোহমের অভিযোগে গ্রেফতার আপ্ত সহায়ক

নভেম্বর মাসে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এনামুলকে৷ গত ১১ ডিসেম্বর আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পন করেন গরু পাচার কাণ্ডের মূল পাণ্ডা৷  জানুয়ারি মাসেই আসানসোলের বিশেষ সিবিআই কোর্ট এনামুলকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল।  এর পর ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা নেয় সিবিআই৷ কিন্তু এনামুলকে ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে তোলা হলে তাঁর আইনজীবীরা অসুস্থতার কারণ দর্শিয়ে জামিনের আবেদন জানায়৷ শর্ত সাপেক্ষে এনামুলের জামিন মঞ্জুর করে দিল্লির বিশেষ সিবিআই আদালত৷এর পরেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টের দরজায়। তখন জামিন পান তিনি। এদিকে এর আগেও এনামুলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সীমান্ত বাহিনীর কমান্ডারকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

বিধানসভা ভোটের আগে এনামুলের প্রসঙ্গে তুলে বারবার তৃণমূলকে আক্রমণ করা হয়েছে৷ নিয়ম করে আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা৷ এনামুলের তিন ভাইকেও গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এখন আবার এর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক দেবের। সিবিআইয়ের পক্ষ থেকে দেবকে একটি নোটিস পাঠানো হয়৷ ওই নোটিসের মাধ্যমে তাঁকে তলব করা হয়েছিল। গরু পাচারকাণ্ডের অন্যতম পাণ্ডা এনামূল হকের ডায়েরি থেকেও বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ ওই ডায়েরি জমা দেওয়া হয়েছিল আসানসোল আদালতেও৷ এছাড়াও এনামূলের একধিক কর্মী, যাঁরা টাকার লেনদেন করত তাঁদের বয়ানেও উঠে আসে দেবের নাম৷ সিবিআই সূত্রে খবর, কোনও একজন নয়, একাধিক সাক্ষীর বয়ানে দেবের নাম উঠে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *