দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, চাপ বাড়ল সায়গলের

দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, চাপ বাড়ল সায়গলের

কলকাতা: গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন জানিয়েছিল ইডি। তবে কলকাতা হাইকোর্ট তাদের সেই আবেদন খারিজ করেছিল। তবে সোমবার দিল্লির একটি আদালত জানিয়ে দিল, অনুব্রতের দেহরক্ষী সহগলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। এক্ষেত্রে অস্বস্তি আরও বাড়ল অনুব্রতর। চাপে পড়ল সায়গলও কারণ কিছুদিন আগেই সে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে।

আরও পড়ুন:  সায়গল মামলায় হাইকোর্টে ধাক্কা ইডির, আবেদন খারিজ বিচারপতির

আর্থিক তছরূপের তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টে সায়গলকে নিয়ে আবেদন করেছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে। তাই এখন সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করছে ইডি আধিকারিকরা। মঙ্গলবারই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গরু পাচার মামলায় সায়গল হোসেনকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যেতে চেয়েছিল ইডি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। ইডি যুক্তি দিয়ে জানিয়েছিল, যেহেতু মূল মামলা নয়াদিল্লির এবং অফিসাররা নয়াদিল্লি থেকেই আসছেন তদন্ত করতে, তাই সায়গলকে নয়াদিল্লিতে নিয়ে গিয়ে হেফাজতে নেওয়া দরকার। তবে এই যুক্তি সহজে মানতে চায়নি কলকাতা হাইকোর্ট। কিন্তু এখন ইডির দাবি মতোই রায় এসেছে।

তবে সুপ্রিম কোর্টে সায়গলের আইনজীবীর ক্যাভিয়েট দাখিল নিয়ে অনেকে ভেবেছিল যে, ইডি সুপ্রিম কোর্টে গিয়ে সায়গলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আর্জি জানাতে পারে। তাই আগে থেকেই এই ক্যাভিয়েট দাখিল করেছে সায়গল। কিন্তু এখন আপাতত তাতে কোনও সুবিধা পাওয়া যাবে বলে মনে হয় না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =