সায়গল মামলায় হাইকোর্টে ধাক্কা ইডির, আবেদন খারিজ বিচারপতির

সায়গল মামলায় হাইকোর্টে ধাক্কা ইডির, আবেদন খারিজ বিচারপতির

কলকাতা: তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। শেষে জানা গেল, তাদের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গরু পাচার মামলায় সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন জানিয়েছিল ইডি। তবে হাইকোর্ট জানিয়েছে, ইডি রাজ্যের বাইরে নিয়ে যেতে পারবে না সায়গল হোসেনকে। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর আসানসোল আদালতে সিবিআই হেফাজতে থাকা সায়গল হোসেনকে গ্রেফতার করে ইডি।

আরও পড়ুন: বাঁকুড়ার পাহাড়ি গুহা ফের আলোচনার কেন্দ্রে, কী আছে এখানে

গরু পাচার মামলায় সায়গল হোসেনকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যেতে চেয়েছিল ইডি। কিন্তু সেই আবেদন আদালত খারিজ করে দিয়েছে। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই প্রেক্ষিতেই ইডির আইনজীবীদের প্রশ্ন করেন, ‘কেন দিল্লি নিয়ে যেতে চাইছেন? কলকাতা নয় কেন? অভিযোগ কোথায় দায়ের হয়েছে?’ একই সঙ্গে জানতে চাওয়া হয়, কলকাতার পিএমএলএ কোর্টে হাজির না করিয়ে নয়াদিল্লি নিয়ে যেতে চান কেন? ইডি যুক্তি দিয়ে জানিয়েছিল, যেহেতু মূল মামলা নয়াদিল্লির এবং অফিসাররা নয়াদিল্লি থেকেই আসছেন তদন্ত করতে, তাই সায়গলকে নয়াদিল্লিতে নিয়ে গিয়ে হেফাজতে নেওয়া দরকার। তবে এই যুক্তি সহজে মানতে চায়নি কলকাতা হাইকোর্ট।

যদিও ইডি আরও জানিয়েছিল, দিল্লি আদালত যদি তাঁকে জামিন মঞ্জুর করেন তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। আর যদি তাঁকে হেফাজতে নির্দেশ দেন তাহলে যে ৫০ জন সিআরপিএফ সামনে ৫০ জন সিআররপিএফ পেছনে থেকে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাবে তারাই তাঁকে ফেরত আনবে। কিন্তু আদালতে বড় ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সংস্থা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − one =