SSC মামলায় নয়া মোড়! মামলা রিলিজ করল বিচারপতি সি সিভগ্নানাম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ

SSC মামলায় নয়া মোড়! মামলা রিলিজ করল বিচারপতি সি সিভগ্নানাম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা: এসএসসি মামলায় নাটকীয় মোড়৷ ব্যক্তিগত কারণ দর্শিয়ে এসএসসি গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ মোট ১০টি মামলা থেকে সড়ে দাঁড়িয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ৷ নতুন বেঞ্চেও রিলিজ হয়ে গেল মামলা৷ 

আরও পড়ুন- ভাইজির হয়ে প্রচার! বালিগঞ্জের বাম প্রার্থীর সমর্থনে ভিডিও বার্তা নাসিরউদ্দিনের

এদিকে এসএসসি’র উপদেষ্টা কমিটির চার সদ্যসকে সিবিআই-এর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ৷ আদালত জানায়, কমিটির দুই সদস্য সুকান্ত আচার্য এবং প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়কে দুপুর ২টোর মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে নিয়ে যেতে হবে। এই বিষয়টি নিশ্চিত করবে বিধাননগর পুলিশ কমিশনারেট৷ অন্যদিকে, দুপুর ৩টের মধ্যে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে কমিটির বাকি দুই সদস্য অলোককুমার সরকার এবং তাপস পাঁজাকে৷ কিন্তু সিবিআই-এর কাছে যাওয়ার বদলে তাঁরা চলে যান হাই কোর্টে৷ আবেদন জানান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে৷ 

এদিন দুপুর সওয়া ২টো নাগাদ বিচারপতি সি সিভগ্নানাম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠান প্রধান বিচারপতি৷ কিন্তু, মামলাটি রিলিজ করে দেন বিচারপতি সি সিভগ্নানাম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ৷