কলকাতা: বেজে গিয়েছে ভোটের দামাম৷ আগামী ১২ এপ্রিল রাজ্যে উপনির্বাচন৷ ভোট হবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং শ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রে৷ তার আগে ভাইঝি’র হয়ে ভোট চাইলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷ বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে ভিডিও বার্তা নাসিরুদ্দিন শাহের৷
আরও পড়ুন- জোড়া ধর্ষণ কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশেই আস্থা, নির্দেশ হাইকোর্টের
ওই বার্তায় শাহ বলেন, ‘‘আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই। সম্পূর্ণ ব্যক্তিগত বোধের উপর নির্ভর করে আমি বালিগঞ্জ উপর্নির্বাচনে সায়রা শাহ হালিমকে সমর্থন করার আবেদন জানাচ্ছি। আমার ভাইঝি হওয়ার সূত্রে আমি ছোট থেকেই তাঁকে চিনি। কিন্তু, পারিবারিক সম্পর্ককে সরিয়ে রেখেই বলতে চাই, আমি ওঁকে সর্বদা একজন সাহসী, সৎ, দায়বদ্ধ এবং সংবেদনশীল মানুষ হিসেবে দেখে এসেছি। এমন একজন মানুষ যিনি সব সময় মানুষের পাশে দাঁড়াতে মরিয়া। যিনি বিভিন্ন সময়ে অন্যায়ের প্রতিবাদ করেছেন। মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হয়েছেন৷ সমাজসেবার কাজে জীবনকেও উৎসর্গ করেছেন সায়রা।” নাসিরুদ্দিনের কথায়, ‘‘আপনারা এমন মানুষ বেছে নেবেন যিনি বারবার মতাদর্শ বদল করেছেন নাকি এমন মানুষকে চাইবেন যিনি সবসময় মানুষের পাশে থাকেন। সেটা আপনাদের পছন্দ।’’
#NaseerUddinShah appeals to the voters of #ballygungeConstituency to #vote4SairaShahHalim pic.twitter.com/KzcYglWRo2
— Saira Shah Halim سائرہ 🇮🇳 (@sairashahhalim) April 4, 2022
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সায়রা শাহ হালিমের বিপরীতে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়৷ তবে সরাসরি তাঁর বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি অভিনেতা৷ বালিগঞ্জ উপ-নির্বাচনে বাম প্রার্থীর হয়ে নাসিরুদ্দিনের এই প্রচার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে নাসির ঘোষিত বিজেপি বিরোধী। সায়রার হয়ে ভোট প্রচারে নামার মধ্যে দিয়েই বিজপি বিরোধিতার বার্তা স্পষ্ট হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>