ব্রেকিং: টেরিটি বাজারে বিধ্বংসী আগুন, অকুস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ব্রেকিং: টেরিটি বাজারে বিধ্বংসী আগুন, অকুস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

কলকাতা: টেরিটি বাজারে বিধ্বংসী আগুন৷ তিনতলা বাড়ির ছাদে দাউদাউ কর আগুন জ্বলছে৷ কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ৷ অকুস্থলে দমকলের ১০টি ইঞ্জিন৷ অত্যন্ত ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় দ্রুত তা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলবাহিনী৷ যে বাড়িতে আগুন লেগেছে সেটি একশো বছরের পুরনো বলে জানা যাচ্ছে৷ ফলে বেশিক্ষণ আগুন জ্বলতে থাকলে বাড়িটি পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা করছেন অনেকে।

আরও পড়ুন- ফেলে দেওয়া জিনিস দিয়ে গড়লেন আস্ত একটা গাড়ি, অবাক করলেন নদিয়ার সঞ্জয়

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ৭টা ১৫ নাগাদ প্রথম আগুনের শিখা দেখা যায়৷ তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়৷ টেরিটি বাজার এলাকায় একটি ঘিঞ্জি গলির মধ্যে বাড়িটি রয়েছে৷ এই সরু গলির মধ্যে দমকলের ইঞ্জিন নিয়ে আসা সম্ভব হচ্ছে না৷ তাই ‘রিলে’ পদ্ধতিতে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চলছে৷ স্থানীয় সূত্রে খবর, ওই বাড়ির তিনতলায় একটি পরিবার থাকত৷ মোট পাঁচ জন সদস্য৷ ছিলেন বয়স্করাও৷ দোতলাতেও কয়েকজন ছিলেন৷ একতলা ছিল সম্পূর্ণ ফাঁকা৷ আগুন লাগার পর স্থানীয়দের তৎপরতায় তাঁদের সকলকে বার করে আনা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে৷ আগুনের মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখছেন দমকল কর্মী ও  বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ৷ তবে কী থেকে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়৷

তবে স্থানীয়রা জানাচ্ছেন, সন্ধেবেলা ওই বাড়ির তিন তলায় প্রবল শব্দ শোনা যায়। তাঁদের দাবি, সম্ভবত সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে। যদিও দমকলের তরফে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − two =