কলকাতা: তৃণমূল-বিজেপি’র বিরুদ্ধে একযোগে আক্রমণ শানিয়ে এক সভাবেশ থেকে এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর দাবি করেছেন যে, একদিন নবান্নের ১৪ তলা তাদের অর্থাৎ বামেদের হবে। তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে নতুন উদ্যমে যেন শাসক দলের বিরুদ্ধে জোর পেয়েছে বাম শিবির। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দীপ্সিতার এই মন্তব্যকেই নিশানা করেছেন তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। সরকারি নাম না নিলেও এই উক্তি নিয়েই একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি। যা থেকে স্পষ্ট কাকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা।
আরও পড়ুন- বড় কিছু হতে পারে! কীসের ইঙ্গিত দিলেন সুকান্ত, জল্পনা
কী লিখেছেন দেবাংশু? সোশ্যাল মিডিয়াতে মাত্র দু লাইন লিখেছেন এই যুবনেতা। তাঁর কথায়, ”নবান্নের ১৪ তলা আমাদের হবে.. হতে পারে। দিদি যদি কখনো ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন…।” এই লেখা লেখার পাশাপাশি আর কোনও নাম বা কিছুই লেখেননি তিনি। কিন্তু এইটুকুতেই পরিষ্কার যে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন তিনি। আসলে শুক্রবার দীপ্সিতার বক্তব্য ছিল, ”তৃণমূল-বিজেপি আরএসএস পরিবারের অংশ। তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। দুই দলের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক বিরোধী দল বামপন্থীরাই। যদি রাস্তাগুলি আমাদের থাকে, তাহলে আগামীদিনে লোকসভা, বিধানসভা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দতলা নবান্নও আমাদের হবে।”
তিনি আরও বলেন, তৃণমূল-বিজেপি দুই দলই আরএসএসের পরিবারের অংশ। তাঁর কথায়, ওদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া শিক্ষানীতি এবং বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছে বাম ছাত্র সংগঠন এসএফআই৷ বিভিন্ন রাজ্য ঘুরে শুক্রবার তাঁর বাংলায় প্রবেশ করেছে এসএফআইয়ের জাঠা৷ শুক্রবার তার সমাপ্তি উপলক্ষে কলেজ স্ট্রিটে বিশাল সমাবেশের আয়োজন করা হয়।