বড় কিছু হতে পারে! কীসের ইঙ্গিত দিলেন সুকান্ত, জল্পনা

বড় কিছু হতে পারে! কীসের ইঙ্গিত দিলেন সুকান্ত, জল্পনা

কলকাতা: কয়লা পাচার-কাণ্ডে শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)-এর দফতর হাজিরা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহেই এবার বড় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বললেন, আজ বড় কিছু হতে পারে! ঠিক কী বলতে চাইলেন তিনি, সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার এমন মন্তব্য করেছেন।

আরও পড়ুন- চাকরির নামে প্রতারণার করে ফেরার পার্থ-ঘনিষ্ঠ তৃণমূল নেতা! টাকা ফেরাচ্ছেন দলেরই এক উপপ্রধান

আসলে রাজনৈতিক মহলে একাধিকবার দাবি তোলা হয়েছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা আঁতাত আছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং করতে যান, এমন দাবি তোলাও হয়েছে। কিন্তু এই ইস্যুতে আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত বলেন, তেমন যদি হতো তাহলে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেন না। কোনও বোঝাপড়া নেই সেটা আগেও বলা হয়েছে এবং তার প্রমাণও আছে, এমনটাই জানান সুকান্ত। তার প্রেক্ষিতেই তিনি মন্তব্য করেন, আজও কিছু হতে পারে, সকলে নজর রাখুন। তাহলে কি অভিষেক-ইডি ইস্যুতেই কিছু বলতে চাইলেন তিনি, প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে তাঁকে যে ফের তলব করা হতে পারে সেই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন অভিষেক৷ কিন্তু তিনি হাজিরা দেবেন কিনা, তা নিয়েই ছিল সংশয়৷ তবে এদিন নির্ধারিত সময়ের আগেই ইডি-র দফতরে পৌঁছে যান তৃণমূল সাংসদ৷ এর আগে নয়াদিল্লি টানা ৯ ঘন্টা জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক। এমনকী তাঁর স্ত্রী রুজিরা সন্তান কোলে হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =