পদ পেলেন দেবাংশু! বিজেপিকে রুখতে বড় দায়িত্ব দিল তৃণমূল

পদ পেলেন দেবাংশু! বিজেপিকে রুখতে বড় দায়িত্ব দিল তৃণমূল

কলকাতা: তাঁকে নিয়ে আচমকা বিরাট জল্পনা তৈরি হয়েছিল। কারণ দেবাংশু ভট্টাচার্য যুব তৃণমূল কংগ্রেসের তালিকা থেকে বাদ পড়েছিলেন। তাঁর ফেসবুক পোস্ট থেকে অনেক রকম প্রশ্ন উঠে গিয়েছিল যার পর দেবাংশুকে নিজে ফেসবুক লাইভে এসে বার্তা দিতে হয়। সেই বার্তার কয়েক ঘণ্টার পরেই জানা গিয়েছে যে, দলে নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস তাঁকে সোশ্যাল মিডিয়া ইনচার্জ পদের দায়িত্ব দিয়েছে। তাহলে কি বিজেপিকে সমাজমাধ্যমে রুখতেই এই পদক্ষেপ, তা সময় বলবে।

আরও পড়ুন: যেটা দল দেবে তা নেওয়ার অধিকারও আছে! স্পষ্টবার্তা দিলেন দেবাংশু

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, দলের কথা যাতে ডিজিটাল মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাই দেবাংশু ভট্টাচার্যকে এই দায়িত্ব দেওয়া হল। সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলকে সুসংগঠিতভাবে গড়ে তুলতে হবে। জেলা, ব্লক ও অঞ্চল স্তরেও এই আইটি সেল গড়ে তোলা হবে। আসলে বিজেপি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ভীষণ সক্রিয় থাকে। বিষয় যাই হোক না কেন, তাদের সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট হয়। যদিও অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ থাকে যে বিজেপি সোশ্যাল মিডিয়া মারফৎ ভুয়ো খবর ছড়াচ্ছে। এবার তার পাল্টা সরাসরি প্রতিরোধে হয়তো মাঠে নামবেন দেবাংশু।

উল্লেখ্য, পদ যাওয়া নিয়ে ভিডিও বার্তায় তাঁর বক্তব্য ছিল, তিনি দলের সৈনিক, দল তাঁকে যে দায়িত্ব দেবে তিনি তা পালন করবেন। তৃণমূল নেতার কথায়, তাঁকে এই পদ থেকে সরানো মানে হয়তো দল তাঁকে অন্য কোনও দায়িত্ব দিতে চাইছে, অন্য কোথাও ব্যবহার করতে চাইছে। দল যা দিয়েছে তা ফিরিয়ে নেওয়ার অধিকারও দলেরই। তাই এই বিষয়ে জল্পনার কোনও মানে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =