১০ ঘণ্টার ওপর জিজ্ঞাসাবাদের পর সৌমেন্দুকে ফের তলব, গুঞ্জন শুরু

১০ ঘণ্টার ওপর জিজ্ঞাসাবাদের পর সৌমেন্দুকে ফের তলব, গুঞ্জন শুরু

কাঁথি: শ্মশান-দুর্নীতি মামলায় কাঁথি থানার পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে তলব করে গত শুক্রবার প্রায় ১০ ঘণ্টার ওপর জিজ্ঞাসাবাদ করেছিল। সেই তলবের পর সোমবার আবার তাঁকে তলব করা হয়। এবার সারদা কোম্পানিতে জমি দেওয়ার ঘটনা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। সোমবার সকাল ১০টা নাগাদ থানায় হাজিরা দেন সৌমেন্দু অধিকারী।

আরও পড়ুন- অর্থ কমছেই না! ব্যবসায়ী আমিরের আরও ২০ কোটি টাকা উদ্ধার

গত দিন তলব করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাইকে একাধিক মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিল পুরসভার ত্রিপল-দুর্নীতি, শ্মশান-দুর্নীতি সংক্রান্ত মামলা। সারদার নথি উধাও সংক্রান্ত অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। এদিন এই ইস্যুতেই বিস্তারিতভাবে জানতে চাওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। শ্মশানের জমিতে বেআইনিভাবে দখল করে সেখানে দোকান বসিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত তাঁর কাছে কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ আছে। কিন্তু সৌমেন্দু যে গ্রেফতারও হতে পারেন সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে এই তলব নিয়ে বিজেপি ‘রাজনীতি’ দেখছে। তাদের বক্তব্য, যে সময়ের দুর্নীতির কথা বলা হয়েছে সেই সময় সৌমেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন। এখন সিআইডি তৎপর হয়েছে। কিন্তু কোনও অভিযোগই শাসকদল প্রমাণ করতে পারবে না। এদিকে শাসক দলের দাবি, পুরোটাই প্রশাসনিক ব্যাপার, এর মধ্যে কোনও রাজনীতি নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + five =