পুরভোটে ‘অনিয়মে’র অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সামনে কংগ্রেস বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার,

পুরভোটে ‘অনিয়মে’র অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সামনে কংগ্রেস বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার,

কলকাতা:  পুরভোট শুরু হতেই সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে গোটা রাজ্যে৷ কোথাও ছাপ্পা ভোট, ভুয়ো ভোটার, ইভিএম মেশিন ভাঙচুরের একাধিক ঘটনা উঠে এসেছে৷ এবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সোচ্চার কংগ্রেস৷ 

আরও পড়ুন- দুপুর ১ টা পর্যন্ত কত বাড়ল ভোটের হার? জানা গেল

পুরভোটে ‘অনিয়মে’র অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ শুরু করে কংগ্রেস৷ কংগ্রেসের সেই বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড৷ কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি৷ পুলিশ প্রথমে বলেছিল, কংগ্রেস নেতা অসিত মিত্র অত্যন্ত প্রবীণ ব্যক্তি৷ তাই তাঁকে গ্রেফতাক করা হবে না৷ তিনি যেন বিক্ষোভ থেকে উঠে যান৷ কিন্তু সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়৷

কংগ্রেসের অভিযোগ, রাজ্যে জায়গায় জায়গায় অশান্তি হচ্ছে৷ এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না৷ ছাপ্পা ভোট পড়ছে৷ তাঁদের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে৷ কংগ্রেস নেতাদের কথায়, সকাল থেকে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও রাজ্য নির্বাচন কমিশন ঠুঠো জগন্নাথ৷ এই অভিযোগের ২০ মিনিটের বেশি সময় ধরে নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মী, সমর্থকরা৷ গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ৷ ধরে বেঁধে সেখান থেকে তাঁদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়৷ কংগ্রেস কর্মীদের আটক করে পুলিশ৷