কলকাতা: ১০৮ পুরসভার নির্বাচনে আজ বিরাট উত্তাপ। তবে এসবের মধ্যেও সাধারণ মানুষ নিজেদের মতো করে ভোট দিচ্ছেন। আপাতত যা ভোটের হার তাতে বোঝাই যাচ্ছে যে এই ভোট ঘিরে উত্তেজনা কতটা। শেষ তথ্য বলছে, রাজ্যের ১০৮ টি পুরসভায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৯১শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে, ৫৯.১৯ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে দার্জিলিংয়ে ৩৬.২২ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত যে ভোটের হার ছিল তাতেও সব থেকে পিছিয়ে ছিল দার্জিলিং। এগিয়ে ছিল পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুন- সিপিএম-তৃণমূলের মধ্যে ইটবৃষ্টি! খানিকক্ষণ বন্ধ বুথ
গত ভোটের মতই এবারেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোট, ভোট লুঠের মত অভিযোগ ইতিমধ্যে তুলেছে বিজেপি। বঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ওয়ার্ডে ওয়ার্ডে ছাপ্পা ভোট চলছে, ভোটের নামে প্রহসন চলছে। পাশাপাশি পুলিশ যে শাসক দলের হয়ে কাজ করে চলেছে তাও দাবি করেছেন তিনি। অন্যদিকে আবার পুলিশের বিরুদ্ধে সরব শাসক-বিরোধী সকলেই। তৃণমূল বিধায়ক মদন মিত্রের দাবি, পুলিশের উচিত সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে কাজ করা। কিন্তু তারা সেটা না করে বিজেপির হয়ে কাজ করছে এবং দফায় দফায় শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ করছে। গতকাল রাত থেকে একাধিক বার রেট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মদন মিত্র। বিধায়কের দাবি, ভোট শতাংশ এত কম হয়েছে তার সবথেকে বড় কারণ পুলিশ।
এক কথায়, পুলিশের ভূমিকা নিয়ে কেউই সন্তুষ্ট নয়। অন্যদিকে, ভোট লুঠ থেকে শুরু করে ছাপ্পা দেওয়ার মতো ঘটনা ঘটছে। এমনকি বহিরাগতরা এসে ভোট দেওয়াচ্ছে, এলাকার বাসিন্দাদের ভোট দিতে দিচ্ছে না বলেও অভিযোগ। সকাল থেকে দফায় দফায় বিভিন্ন এলাকা থেকে অভিযোগের খবর আসছে।