বালিগঞ্জে জোর টক্কর দিয়েছে সিপিএম, ভোট মার্জিন কমেছে তৃণমূলের

বালিগঞ্জে জোর টক্কর দিয়েছে সিপিএম, ভোট মার্জিন কমেছে তৃণমূলের

কলকাতা: বালিগঞ্জ এবং আসানসোল, দুই কেন্দ্রেই বিপুল ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। শেষ পাওয়া খবর অনুযায়ী, বালিগঞ্জে বাবুল সুপ্রিয় প্রায় ১৬ হাজার ভোটে এগিয়ে এবং আসানসোলে শত্রুঘ্ন সিনহা এগিয়ে লক্ষাধিক ভোটে। কিন্তু জয়ের দোরগোড়ায় থাকলেও ভোট শতাংশ নিয়ে চিন্তায় থাকতে হবে তৃণমূল কংগ্রেস শিবিরকে। কারণ একদিকে সিপিএম বালিগঞ্জে ভাল ‘ফাইট’ দিয়েছে, অন্যদিকে বাবুলের ভোটের মার্জিন কমেছে আগের থেকে। গতবারের বিধানসভা ভোটের তুলনায প্রায় ২০ শতাংশ বেড়েছে বামেদের ভোটের হার। তৃণমূলের ভোট কমেছে প্রায় ১৭ শতাংশ।

আরও পড়ুন- ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও দুই অসহায় ছেলেকে ছেড়ে পালাল বাবা

বালিগঞ্জে সতেরো রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় ১৫ হাজার ৩৮৬ ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯৫১ ভোট। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ২৯ হাজার ৫৬৫ ভোট। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ আছেন তিন নম্বরে। তিনি পেয়েছেন ১০ হাজার ৭১৯ ভোট। অন্যদিকে, আসানসোলে দ্বিতীয় স্থানে থাকলেও তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি। আসানসোলের সাতটা বিধানসভাতেই এগিয়ে তৃণমূল। বালিগঞ্জে এক সময়ে চতুর্থ স্থানে ছিল বিজেপি, সেখান থেকে এখন এসেছে তৃতীয় স্থানে।

তৃণমূলের এই ভোট কমে যাওয়ার ব্যাপারটাকেই নিজেদের ‘জয়’ হিসেবে দেখছে বঙ্গের ভারতীয় জনতা পার্টি শিবির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ভোট শতাংশ কমেছে তৃণমূলের, আগামী দিনে তার পতন ঘটবে। যদিও দুই জায়গায় বড় জয়ের ইঙ্গিতই মিলছে তৃণমূল কংগ্রেসের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 12 =