জল কোথা থেকে এল দেখা হবে! মালবাজার-কাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মমতার

জল কোথা থেকে এল দেখা হবে! মালবাজার-কাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মমতার

মালবাজার: উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের সঙ্গে দেখা করে তিনি বললেন যে, মালবাজার-কাণ্ডের তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি মানিক সহ অনেককে ধন্যবাদ জানিয়েছেন যারা সেদিন সাধারণ মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছিল। মমতা তাদের বলেন, তারা যেন এভাবেই মানুষের সাহায্যে বারবার এগিয়ে আসেন।

আরও পড়ুন- ফের আগুন হলদিয়ার তৈলশোধনাগারে, আহত একাধিক

দশমীর দিন বিসর্জন দিতে এসে মাল নদীতে হড়পা বানের কারণে তলিয়ে যান অনেকেই। মৃত্যু হয় ৮ জনের। এদিন সেই হড়পা বানে ভেসে যাওয়া ৬ জনের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের তিনি জানান, জল কোথা থেকে এসেছে, সেটা পরে তদন্ত করে দেখা যাবে। এই প্রেক্ষিতে তাদের একটু আশ্বস্ত করার চেষ্টা করে তিনি বলেন, সকলে পুজোর সময়ে আনন্দে মেতে ছিল। কিন্তু উৎসবের সময়ও কারোর কারোর জীবনে আতঙ্ক নেমে আসে, মালবাজারের ঘটনাও ছিল সেরকম। তবে ৮ জন মারা গেলেও ৬ জনের পরিবারের সঙ্গে কেন দেখা করলেন মুখ্যমন্ত্রী? জানা গিয়েছে, বাকি দুই পরিবারের মধ্যে একটি পরিবারের কেউ এই মুহূর্তে বাড়ি নেই এবং একটি পরিবারের সকলে গয়া গিয়েছেন।

প্রসঙ্গত, মালবাজারের ঘটনার পর জেলায় কার্নিভাল বাতিল হলেও কলকাতার কার্নিভাল বাতিল হয়নি। জাঁকজমকপূর্ণভাবেই সেই অনুষ্ঠান হয়। তৃণমূল সরকার বিরোধীরা সেই নিয়ে আওয়াজ তোলে যে রাজ্যে মুখ্যমন্ত্রী বা শাসক দলের নেতা-মন্ত্রীরা কী ভাবে চুপ আছে এই বিষয় নিয়ে। তবে এবার অবশেষে জেলায় গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 2 =