সবাই যেন মিষ্টি থাকে, বিজয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

সবাই যেন মিষ্টি থাকে, বিজয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: দেখতে দেখতে এবারের মতো পুজো শেষ। আজ, বিজয়া দশমী। বাঙালির মন খারাপ কারণ দুর্গা মা ফিরে যাচ্ছেন। শেষ দু’বছর খোলা মনে পুজো দেখার পরিস্থিতি ছিল না। করোনা ভাইরাস সংক্রমণের জন্য মানুষের ভয় ছিল। কিন্তু এবার তা হয়নি। সাধারণ মানুষ ফের আগের মতো ঠাকুর দেখতে পেরেছেন। এই অবস্থায় বিজয়া উপলক্ষ্যে সকলের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- পুজোর আনন্দে ভাসছে গোটা বাংলা, ধর্না মঞ্চে লড়াই চলছে চাকরিপ্রার্থীদের

সকলকে বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। মিষ্টিমুখে একটাই চাওয়া, সবাই যেন মিষ্টি থাকে। মমতা বলেন, বিজয়া দশমীতে সকলের মন খারাপ হয়। কিন্তু মা আবার আসবেন বলে সবাই উৎসাহিতও হয়। মা কোথাও যান না, সবার হৃদয়ের মধ্যেই থাকেন। এদিন সকালেই তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টও করেছেন বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে। উল্লেখ্য, ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। তাই গত ১ সেপ্টেম্বর সেই উপলক্ষ্যে কলকাতা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন তিনি। সেদিন থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছিল বলা যায়। আজ সেই উৎসব শেষ।

তবে চলতি বছর বৃষ্টি পিছু ছাড়েনি দুর্গাপুজোর। প্রায় প্রতিদিনই অল্পবিস্তর বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া আছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দশমী কাটতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fifteen =