কলকাতা: এবার ভাদু শেখ খুনের তদন্ত করবে সিবিআই৷ নির্দেশ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চের৷ ইতিমধ্যেই বগটুই গণহত্যার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ কিন্তু এতদিন ভাদু শেখ খুনের তদন্ত করছিল রাজ্য পুলিশ৷ এদিন আদালতের নির্দেশ ভাদু মামলা গ্রহণ করল সিবিআই৷
আরও পড়ুন- ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও দুই অসহায় ছেলেকে ছেড়ে পালাল বাবা
রামপুরহাট কাণ্ডের পর থেকেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছিল৷ ভাদু শেখ খুনের সঙ্গে বগটুই গণহত্যার যোগ রয়েছে বলেও অনেকে দাবি তুলেছিল৷ প্রশ্ন উঠেছিল, কেন সিবিআই-এর হাতে তদন্তভার দেওয়া হচ্ছে না? সিবিআই অবশ্য জানিয়েছিল, তাঁরা তদন্তভার নিতে প্রস্তত রয়েছে৷ অবশেষে ভাদু শেখ খুনের তদন্তভার গেল সিবিআই-এর হাতে৷
কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে, ভাদু শেখের খুনের ঘটনা আর রামপুরহাট গণহত্যা পরস্পরের সঙ্গে যুক্ত বলে প্রথম থেকেই অভিযোগ উঠেছিল৷ সেই কারণেই ভাদু শেখের খুনের তদন্তভারও একইসঙ্গে সিবিআইকে দেওয়া হল৷ একই সঙ্গে দুটি ঘটনা খতিয়ে দেখবে সিবিআই৷ প্রকৃত অপরাধীদের চিহ্নির করবেন তদন্তকারী অফিসাররা৷ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে এই তদন্ত করতে হবে বলে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে৷
কলকাতা হাইকোর্টের কাছে আইনজীবীরা অভিযোগ জানিয়েছিলেন, ভাদু শেখের খুনের পর প্রতিহিংসা নেওয়ার জন্যেই ৯জন গ্রামবাসীকে পুড়িয়ে হত্যা করে হয়েছিল৷ গোটা ঘটনাটাই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত৷ ফলে সিবিআই শুধু বগটুই কাণ্ডের তদন্ত গ্রহণ করলে, কোথাও যেন তদন্ত অসম্পূর্ণ থেকে যাবে৷ এই ঘটনা গোড়া থেকে খুঁজে বার করতে গেলে ভাদু শেখ খুনের মামলাও তদন্ত করতে হবে সিবিআই-কে৷
গতকাল মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়েছিল৷ শুক্রবার সকাব সাড়ে ১০টায় মামলার রায়দান করা হয়৷ উচ্চ আদালত জানায়, এবার থেকে দুটি মামলার তদন্তই করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>