নিরাপত্তায় জোর, সম্পূর্ণ ভিডিও নজরদারিতে চলে আসছে রেলস্টেশন

নিরাপত্তায় জোর, সম্পূর্ণ ভিডিও নজরদারিতে চলে আসছে রেলস্টেশন

কলকাতা: যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রেল স্টেশন চত্বরে অপরাধ কমাতে রেল মন্ত্রক রাজ্যের ২৩৮ টি স্টেশনকে অত্যাধুনিক প্রযুক্তিতে ভিডিও নজরদারি ব্যবস্থায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২৩৫ টি স্টেশন পূর্ব রেলের বিভিন্ন শাখায় রয়েছে বলে জানা গিয়েছে। বাকি তিনটি স্টেশন দক্ষিণ পূর্ব রেলের দীঘা, বালাসোর এবং হাতিয়া। নির্ভয়া তহবিলের অর্থে আগামী বছরের মধ্যে স্টেশনগুলিকে ফাইবার অপটিকের মাধ্যমে মুড়ে ফেলে এই ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। অনেক আগেই জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গের ২০০-র বেশি রেল স্টেশন সম্পূর্ণ সিসিটিভি নজরদারির আওতায় আনছে রেল মন্ত্রক। সেই কাজই এগোচ্ছে গতিতে।

আরও পড়ুন- বাঁশদ্রোণীতে উঠতি মডেলের রহস্যমৃত্যু, কেন প্রাণ গেল পূজার? তদন্তে পুলিশ

ভারতীয় রেল মন্ত্রক জানিয়েছিল, নির্ভয়া তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। সিসিটিভি লাগানোর জন্য নজরদারির আওতায় চলে আসবে স্টেশনে ঢোকার পথ, স্টেশন থেকে বেরোনোর পথ, টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, প্ল্যাটফর্ম, ফুট ব্রিজ ইত্যাদি। শুধু কয়েকটি রাজ্যে নয়, দেশের মোট ৭৫৬ টি রেল স্টেশনকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে। চলতি মাসেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল রেল মন্ত্রকের তরফ থেকে। এর ফলে ট্রেনে ছিনতাই থেকে শুরু করে নারী হেনস্থার ঘটনা আরও কমবে বলেই অনুমান করা হচ্ছে। পর্যাপ্ত সিসিটিভি লাগানোর ফলে রেল পুলিশেরও নজরদারিতে অনেক বেশি সুবিধা হবে।

উল্লেখ্য, ২০১২ সালে দিল্লিতে নির্ভয়ার নৃশংস গণধর্ষণের ঘটনার পর কেন্দ্রীয় সরকার ২০১৩ সালে নির্ভয়া তহবিলের ঘোষণা করে। দেশ জুড়ে মেয়েদের নিরাপত্তা আরও জোরাল করতে এই তহবিল থেকে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নারী সুরক্ষায় টাকা দেওয়া হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং নারী, শিশু কল্যাণ মন্ত্রকের মাধ্যমে দেওয়া হয় এই অর্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 16 =