কলকাতা: ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর এখন সিবিআই গ্রেফতার করেছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এবার এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ এবং কল্যাণময় দু’জনকে হেফাজতে নিতে চাইছে সিবিআই। তাঁদের বক্তব্য, এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং ‘মাস্টারমাইন্ড’। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তাঁরা।
আরও পড়ুন- গরু পাচার মামলায় ফের কেষ্টর বাড়িতে সিবিআই হানা, জিজ্ঞাসাবাদ অনুব্রত-কন্যা সুকন্যাকে
আদালতে সিবিআই জানিয়েছেন, যারা এখনও পর্যন্ত এই মামলায় গ্রেফতার হয়েছেন তাঁদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। নিয়োগ কাণ্ডে তাঁর ভূমিকাই সবচেয়ে বড়। যদিও পার্থর আইনজীবীর প্রশ্ন, তাঁর মক্কেল এখন জেল হেফাজতেই রয়েছেন। তাই আলাদা করে কেন তাকে গ্রেফতার করতে চাইছে সিবিআই? তবে এই প্রসঙ্গে মনে করা হচ্ছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। তাই তাঁরা তাঁকে নিজেদের হেফাজতে চায়। এদিকে পার্থ আবার আজ জামিনের আবেদন করেছেন আদালতে।
জানা গিয়েছে, আদালতে আজ পার্থ বলেছেন, তিনি খুব অসুস্থ, তাঁকে যেন জামিন দেওয়া হয়। জামিন দিলেও সিবিআই তাঁদের কাজ করতে পারবে। আগের দিনের মতো, এদিনও প্রায় কাঁদো কাঁদো অবস্থায় পার্থ বিচারককে অনুরোধের সুরে বলেন, ”বিচারের প্রতি আস্থা রাখছি। আপনি আপনার মতো বিচার করবেন। আমি খুব অসুস্থ, সারা দিন অনেক ওষুধ খাই।”