গরুপাচার মামলার পর ভোট পরবর্তী হিংসা মামলায় কেষ্টকে তলব CBI-এর

গরুপাচার মামলার পর ভোট পরবর্তী হিংসা মামলায় কেষ্টকে তলব CBI-এর

কলকাতা: গরুপাচার মামলার পর এবার ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ আগামীকাল ফের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে৷ 

আরও পড়ুন- বিজেপিতে ঠিক কী কারণে গিয়েছিলেন অর্জুন, ফিরলেন কেন? যা বললেন অনুগামীরা

গরু পাচার মামলার সিবিআই দফতরে হাজিরা দিয়ে দিন দুই আগেই দেড় মাস পর বোলপুরের বাড়িতে ফিরেছিলেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ তাঁর শরীর ভালো নেই বলেও জানিয়েছিলেন৷ এরই মধ্যে ফের তলব করা হল অনুব্রত মণ্ডলকে৷ আগামীকার অর্থাৎ মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁকে৷ এই নিয়ে ভোট পরবর্তী অশান্তি মামলায় চতুর্থবার নোটিস পাঠানো হল অনুব্রতকে৷

 

গত বছর ২ মে রাজ্য বিধানসভা ভোটের ফল প্রকাশের দিনই বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার গ্রহণের পর সেই ঘটনায় এফআইআর দায়ের করে সিবিআই। সেই মামলাতেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্য়েই প্রশ্নপত্র তৈরি করে ফেলেছে সিবিআই। মূলত তাঁর কাছ থেকে জানতে চাওয়া হবে এই ঘটনায় তাঁর ভূমিকা কী৷ যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের সঙ্গেই বা তাঁর যোগাযোগ কতখানি৷ প্রসঙ্গত, গৌরব সরকার খুনের ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ইলমবাজার থানার পুলিশ৷