কলকাতা: ঘরের ছেলে যাকে বলে আবার ঘরে ফিরেছে। কথা হচ্ছে অর্জুন সিংকে নিয়ে। ২০১৯ সালে বিজেপিতে গিয়েছিলেন তিনি। ২০২২ সালে ফেরত এলেন তৃণমূল কংগ্রেসে। মাঝে তিন বছরে ঠিক কী সমস্যা হল তার একটা ছোট্ট ব্যাখ্যা অর্জুন নিজেই আজ সাংবাদিক বৈঠকে দিয়ে দিয়েছেন। কিন্তু অনেকেই স্পষ্টভাবে বুঝে উঠতে পারছেন না যে, বিজেপি অর্জুন গিয়েছিলেনই বা কেন। এর উত্তর অবশ্য মিলল তাঁর অনুগামীদের থেকে।
আরও পড়ুন: ব্যাঙ্কের গ্রাহককদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটের ওপর বাড়ছে সুদের হার
অর্জুনের অনুগামীদের একাংশ বলছে, যে সময়ে তিনি বিজেপিতে যোগদান করেন তার আগে তৃণমূলের হয়ে ভোটের টিকিট পাননি। মূলত এই কারণেই তিনি বিজেপিতে এসেছিলেন। টিকিট নিয়ে তৃণমূল নেতৃত্ব এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছিল। তবে ঘটনাচক্রে, দীনেশ নিজে এখন বিজেপিতে আছেন। বেশ কিছু সময় আগেই তিনি দল ছেড়েছিলেন। কিন্তু এখন অর্জুন ‘ঘরে’ ফিরে এলেন। এতো গেল টিকিটের কথা। বাকি কী সমস্যা? অন্য অনুগামীদের বক্তব্য, ‘দাদা’ ভেবেছিলেন সেই সময় বিজেপিতে কাজ করতে পারবেন, তৃণমূলে সমস্যা হচ্ছিল। তাই দল বদল। কিন্তু আদতে তিনি যে তা পারেননি তার প্রমাণ মিলল। এতেই খুশি অনুগামীরা। তাদের আশা, আগের মতো নিজের জায়গা ফিরে পাবেন অর্জুন।
তবে বিজেপিতে থাকা এবং দল বদল নিয়ে আজই মুখ খুলেছেন অর্জুন সিং। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, মাঝ খানে কিছু ভুল বোঝাবুঝিতে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যান। এখন ঘরের ছেলে ঘরেই ফিরেছেন। অর্জুন জানান, তৃণমূল কংগ্রেসের সংগঠন সারা বাংলা থেকে দেশের দিকে এগোচ্ছে। কিন্তু যে এলাকা থেকে তিনি রাজনীতি করেন, সেখানে জুটের বিষয়টি অবহেলিত হচ্ছিল। পাট শিল্প যে তাঁর সংসদীয় এলাকায় বঞ্চিত হচ্ছে সেটাই স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে বঙ্গ বিজেপির নেতৃত্বকে তাঁর খোঁচা, এসি ঘরে বসে তারা বাংলা চালাতে পারবেন না।