টেটের তদন্ত সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিল CBI, সমাধান মিলবে বলেই দাবি

টেটের তদন্ত সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিল CBI, সমাধান মিলবে বলেই দাবি

f28c6b375c1c0c9ad698537d07381040

কলকাতা: ২০১৪ সালের প্রাথমিক টেটের নিয়োগ দুনীতি মামলার তদন্ত সংক্রান্ত রিপোর্ট বুধবার জমা পড়ল কলকাতা হাইকোর্টে। সিবিআই এই রিপোর্ট জমা দিয়েছে আদালতে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ড মিটিংয়ের সমস্ত কাগজ পত্র সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে তা পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সংক্রান্ত রিপোর্টই মুখ বন্ধ খামে জমা দিয়েছে সিবিআই।

আরও পড়ুন- মমতার ৬ আত্মীয়ের সম্পত্তি বৃদ্ধি মামলা, ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ হাই কোর্টের

তবে শুধু এই একটি রিপোর্ট নয়, আরও একটি রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তাদের দ্বিতীয় রিপোর্টে এক ব্যাক্তির কথা উল্লেখ আছে এবং সিবিআই জানিয়েছে, নিয়োগে দুর্নীতি হয়েছে, অনেকে পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছে। তদন্ত সঠিক পথে এগোচ্ছে। শীঘ্রই সমাধান সূত্র মিলবে। এদিকে মামলকরীর আইনজীবীর দাবি, বোর্ডের বিশেষজ্ঞ কমিটির যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে উপস্থিত দু’জন সদস্য যে হলফনামা জমা দিয়েছে তাতে দু রকম তথ্য আছে।

জানান হয়েছে, সমস্ত প্রার্থী যারা ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিল তাদের সকলকে ওই এক নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আবার অন্য এক হলফনামায় এও বলা হয়েছে, যারা আবেদন করবেন শুধুমাত্র তাদেরই ওই এক নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। ফলে ওই বৈঠক হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই প্রসঙ্গও রিপোর্টে উল্লেখ আছে বলে জানান সিবিআই আইনজীবী। এই মামলার পরবর্তী শুনানি ৪ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *