কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের নজরদারিতে সিবিআই ইনভেস্টিগেশন টিম তদন্ত করবে। এমনই জানিয়েছিল আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সিবিআইয়ের পক্ষ থেকে একটি সিট গঠন করা হবে এবং তদন্তকারী আধিকারিকদের নামের তালিকা আদালতে আজকের মধ্যে জমা দিতে হবে। সেই মতোই আজ আদালতে ৬ জন সদস্যের তালিকা জমা দিল সিবিআই।
আরও পড়ুন- দেশে প্রতি মানুষের গড় আয়ু কমছে ৫-৭ বছর করে! হঠাৎ কী কারণ
কারা আছে এই তালিকাতে? জানা গিয়েছে, এই দলের মাথায় থাকবেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এন বেনু গোপাল। বাকি সদস্যরা হলেন, রাজীব মিশ্র (সিবিআইয়ের শাখা প্রধান), ধরমবীর সিং (এডিশনাল এস পি), সত্যেন্দ্র সিং (ডেপুটি এস পি), এসি সি নিশি নামল, সোমনাথ বিশ্বাস (ইন্সপেক্টর), মলয় দাস (ইন্সপেক্টর), ইমরান আশিক (ইন্সপেক্টর)। আদালত মনে করছে, আগামী ২-৩ মাস সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিবিআই তদন্ত শুরু করুক। নিয়োগ দুর্নীতির মামলায় অনেকেই যুক্ত রয়েছেন তাই আদালত মনে করছে জয়েন্ট ডিরেক্টর এন বেনুগোপালের নেতৃত্বে তদন্ত শুরু হোক। পরে সমস্যা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে আদালত:বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
যদিও আজ বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন যে সিবিআইয়ের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাসের নেতৃত্বে যদি সিট তদন্ত করেন তাহলে কোন সমস্যা আছে কিনা। তার উত্তরে উপেন জানান, তাঁর ৮১ বছর বয়স। এখনও তাঁকে তদন্তের ভার দেওয়ার আদালত ভাবনাকে স্বাগত জানাচ্ছেন তিনি। তবে বিষয়টি নিয়ে আদালতকে আর একবার ভাবার অনুরোধ করেন। একই সঙ্গে বলেন, একজন জয়েন্ট ডিরেক্টর সর্বোচ্চ পদাধিকারী যে কোনও তদন্তের ক্ষেত্রে। কাকে সমন করবেন সব ঠিক করেন জয়েন্ট ডিরেক্টর। তাই সিটের মাথায় জয়েন্ট ডিরেক্টরকে রাখা হোক, এমনই প্রস্তাব দেন তিনি। মামলার পরবর্তী শুনানি ২০ জুন।