কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে বড় অভিযোগ তুলল সিবিআই। বৃহস্পতিবার আদালতকে তারা জানিয়েছে যে, সুবীরেশ তদন্তে সহযোগিতা করছেন না। এই প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, সিবিআই কি মনে করছে ভিন রাজ্যে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সত্য উদঘাটন হবে? আসলে তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন বিচারপতি। এই বিষয়ে সিবিআইকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন- বছর পড়তেই ৩% DA বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের? তৎপরতা নবান্নে
এদিন আদালতে সিবিআইয়ের অভিযোগ শোনার পর সুবীরেশ ভট্টাচার্যকে নিয়ে কড়া কথাই বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছেন না। তাঁকে মুখ খুলতে হবে। না হলে কড়া নির্দেশ দেবেন তিনি। সুবীরেশ মুখ খুলেছেন কি না, তা সিবিআইকে জানাতে কিছুটা সময়ও দেন তিনি। এছাড়া শেষ বারের মতো কবে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছেন, সেটাও জানতে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
যদিও আগে সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবীর অভিযোগ ছিল, হেফাজতে থাকা সত্ত্বেও তাঁর মক্কেলকে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। মাঝে সাত দিনে তাঁকে একবারও জেরা করার জন্য ডাকা হয়নি। যদিও সিবিআই প্রথম থেকেই উলটো কথাই বলছে।