বছর পড়তেই ৩% DA বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের? তৎপরতা নবান্নে

বছর পড়তেই ৩% DA বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের? তৎপরতা নবান্নে

কলকাতা: মহার্ঘ্য ভাতার দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা৷ কবে মিলবে ডিও? সেই অপেক্ষায় রয়েছেন তাঁরা৷ নতুন বছরে কি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার? এখনও ডিএ চলছে আইনি লড়াই৷ এরই মধ্যে তৈরি হল এমনই সম্ভাবনা৷ সংশ্লিষ্ট মহলের দাবি, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে। 

আরও পড়ুন- ‘পরিবারকে হেনস্থা করতেই শান্তিকুঞ্জের কাছে সভা করছে অভিষেক!’ হাই কোর্টে মামলা শুভেন্দুর

সাধারণত বছরে দু’বার (জানুয়ারি এবং জুলাই মাসে) সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে সেই নিয়মের তোয়াক্কা না করে দিনের পর দিন একই হারে ডিএ দিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস সরকার৷ গত বছর ১ জানুয়ারি শেষ ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তারপর থেকে একবারও ডিএ ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, নতুন বছর পড়তেই ৩ শতাংশ ডিএ বাড়াবে সরকার৷ 
 

ওই মহলের দাবি, গত বছরের মতোই আগামী বছর রাজ্য সরকারি কর্মচারীদের সমপরিমাণ ডিএ বাড়ানো হতে পারে। তাতেও অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএয়ের ফারাক মিটবে না৷ কারণ, সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপাতত ৩৮ শতাংশ হারে ডিএ পান। ৩ শতাংশ ডিএ বাড়ানো হলেও ফারাক থাকবে ৩২ শতাংশ।

ডিএ নিয়ে একের পর এক মামলা চলছে আদালতে৷ সবেতেই হারতে হচ্ছে রাজ্য সরকারকে৷ এই অবস্থায় কিছুটা ডিএ দিয়ে মুখরক্ষা করার চেষ্টা করতে পারে নবান্ন। সেই সঙ্গে এই বার্তাও পৌঁছে দেওয়া যাবে যে, সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে আপত্তি নেই রাজ্যের। আর্থিক সংকটের কারণেই ডিএ বাড়ানো সম্ভব হচ্ছে না। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় এই বিষয়টি তুলে ধরা হতে পারে৷