তল্লাশি অভিযান জারি রেখেছে সিবিআই, শহরের একাধিক জায়গায় হানা

তল্লাশি অভিযান জারি রেখেছে সিবিআই, শহরের একাধিক জায়গায় হানা

062aa9157ead80958ad4570e1fb5ad7d

কলকাতা: রাজ্যে এই মুহূর্তে একাধিক দুর্নীতির ইস্যু নিয়ে তদন্ত চলছে। ইডি এবং সিবিআই দফায় দফায় তদন্ত চালাচ্ছে। তাদের দোসর হয়েছে আয়কর দফতরও। আগে বেশ কিছু দিন ধরে তল্লাশি অভিযান চালিয়েছেন তারা এবং সম্প্রতি হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে সন্মার্গ চিটফান্ড সংস্থার তদন্তে নেমে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু তাদের তল্লাশি অভিযান বন্ধ নেই। মঙ্গলবার সকাল থেকেই চিটফান্ড মামলায় কলকাতায় তল্লাশি সিবিআই চলছে। জানা গিয়েছে, একাধিক নতুন নথি হাতে এসেছে তাদের।

আরও পড়ুন- দৈনিক সংক্রমণ কমলেও সুস্থতাও হ্রাস পেয়েছে, বঙ্গের কোভিড চিন্তার

সিবিআই সূত্রে খবর, সোমবার বিরাটি থেকে চিটফান্ড মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নয়া তথ্য সামনে এসেছে। কিন্তু অনুমান করা হচ্ছে, আজকের এই তল্লাশি অভিযানের সঙ্গে রাজু সাহানির মামলার কোনও যোগ নেই। এদিনের তল্লাশি অন্য কোনও তথ্যের সন্ধানে করা হচ্ছে বলেই খবর মিলছে। কলকাতার একাধিক জায়গা যেমন যোধপুর পার্ক, গনেশ চন্দ্র অ্যাভিনিউ সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। বেশ কয়েকটি আবাসন তারা হানা দিয়েছে বলেও জানা গিয়েছে। তবে ঠিক কোন মামলায়, কাদের খোঁজে এই তল্লাশি অভিযান তা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি গোয়েন্দাদের তরফ থেকে।

এর আগের একাধিক হানায় ইডি এবং সিবিআই দুর্নীতি বিষয়ক মামলায় বিপুল তথ্য পেয়েছে। ইডি উদ্ধার করেছে কোটি কোটি টাকা, সিবিআই নিয়োগ, চিটফান্ড ইস্যুতে তথ্য যেমন পেয়েছে, গ্রেফতারিও করেছে। তাই তাদের হানার খবর সামনে আসার পর মনে করা হচ্ছে আরও কারোর নাম হয়তো কেলেঙ্কারির মধ্যে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *