বাবুলের কর্মীর বিরুদ্ধে সিবিআইয়ের মামলা, চাপে প্রাক্তন মন্ত্রী

বাবুলের কর্মীর বিরুদ্ধে সিবিআইয়ের মামলা, চাপে প্রাক্তন মন্ত্রী

কলকাতা: বেশ অনেক মাস হল বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস শিবিরে চলে এসেছেন। কিন্তু অতীত তাঁর পিছু ছাড়ছে না। দুর্নীতির অভিযোগ উঠেছে বাবুল সুপ্রিয়ের কর্মীর বিরুদ্ধে এবং এই কারণেই সিবিআই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বাবুল যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রকের কাজের বরাত প্রদানের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। আর তার জেরেই বাবুলের কর্মীর বিরুদ্ধে মামলা।

আরও পড়ুন- দেশে এক ধাক্কায় দৈনিক সংক্রমণ কমল ৭ শতাংশ, চিন্তা বাড়াচ্ছে গুজরাট-ওড়িশা

মূলত কী বিষয়ে মামলা করেছে সিবিআই? সূত্রের খবর, ২০১৬-১৭ সালে বরাত প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করেছেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কর্মী সুশান্ত মল্লিক। ভারী শিল্প মন্ত্রকের বরাত দেওয়ার ক্ষেত্রে এই অভিযোগ তুলেছে সিবিআইয়ের গোয়েন্দারা। সেই সময়ে বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। তবে শুধু সুশান্ত নয়, আরও কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সিবিআইয়ের তরফে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনও রকম প্রতিক্রিয়া দেননি খোদ বাবুল। এদিকে তৃণমূলের তরফেও কোনও কিছু জানান হয়নি। তবে মনে করা হচ্ছে, তারা বিজেপির দিকেই আঙুল তুলবেন কারণ এখন বাবুল ওই দল ছেড়ে তৃণমূলে এসে গিয়েছেন।

কিছুদিন আগেই উপনির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে বাজিমাত করেছেন তিনি। তবে এখনও তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি রয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে নিয়ে বিরাট শোরগোল হয়েছিল দলের অন্দরেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির তাঁর ওপরই ভরসা রেখেছিল উপ নির্বাচনে। সেই ভরসার ফল বাবুল দিতে পেরেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =