আন্দোলন প্রত্যাহারের আর্জি শিক্ষামন্ত্রীর, কত শূন্যপদের কথা বললেন তিনি

আন্দোলন প্রত্যাহারের আর্জি শিক্ষামন্ত্রীর, কত শূন্যপদের কথা বললেন তিনি

কলকাতা: আদালত যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী নিয়োগ হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাই এই প্রেক্ষিতেই তিনি সমস্ত চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহার করার আর্জি জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর বক্তব্য, আন্দোলন তুলে নিয়ে চাকরিপ্রার্থীরা বাড়ি যান, পুজোর সময় পরিবার, আত্মীয়দের সঙ্গে কাটান। আদালতের নির্দেশ মেনে নিয়োগ করতে তৈরি রাজ্য সরকার। কিন্তু ঠিক কত শূন্যপদের কথা বললেন তিনি, যা জানতে হবে।

আরও পড়ুন- দৈনিক সংক্রমণ কমলেও সুস্থতাও হ্রাস পেয়েছে, বঙ্গের কোভিড চিন্তার

নিয়োগ সংক্রান্ত ইস্যু নিয়েই এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর সঙ্গেই ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। ব্রাত্য জানান, বিকাশ ভবনের নির্দেশ পেলে গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সব মিলিয়ে প্রায় ৯ হাজার ৭০০ অতিরিক্ত পদ তৈরির কথা বলেছেন তিনি। যেখানে গ্রুপ সি-তে অতিরিক্ত ১ হাজার ৯৫০ টি শূন্যপদ, গ্রুপ ডিতে অতিরিক্ত ৪ হাজার ৩০০ শূন্যপদ, শিক্ষকদের ক্ষেত্রে ৩ হাজার ৪০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হবে। তবে আগেই ৫ হাজার ২০০ পদ তৈরি করা হয়েছে বলে দাবি। এতএব মোট প্রায় ১৪ হাজারের বেশি পদ তৈরি করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কলকাতা হাইকোর্ট যেভাবে রায় দেবে সেইভাবে তারা চাকরি দিতে প্রস্তুত। এমনকি আইনিভাবে যাদের নিয়োগ হয়নি, তাদের নিয়োগ বাতিল করতেও রাজি তারা। বলেন, আদালতের নির্দেশে সমস্ত ব্যতিক্রমী নিয়োগ বাতিল করে তার ফলে যে শূন্যপদ সৃষ্টি হবে সেই পদে অপেক্ষমান মেধা তালিকার অনুসারে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার জন্য এসএসসি তৈরি আছে। তাঁর কথায়, আদালতের মতো সরকারও চাইছে সমস্ত জটিলতা কাটিয়ে দ্রুত এই বিষয়ে নিষ্পত্তি করতে এবং নিয়োগ শুরু করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =