কলকাতা: রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছে। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করেছে ইডি। কিন্তু এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানেন না বলেও জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিধানসভা বা লোকসভার কোনও সদস্য গ্রেফতার হলে অধ্যক্ষকে জানাতে হয় এটাই নিয়ম, সাংবিধানিক দায়িত্ব। এখনও পর্যন্ত তিনি কিছু জানেন না, তবে অফিসে কিছু পাঠানো হয়েছে কিনা ইডির তরফে সেই খবরও তাঁর কাছে নেই। কিন্তু এই পরিস্থিতির জন্য যে তিনি প্রস্তুত ছিলেন না সেটাও বলেন বিমান।
আরও পড়ুন: অর্পিতার টাকার পাহাড়ে পার্থর হাত? কীভাবে হলেন ঘনিষ্ঠ?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় এই গ্রেফতারি প্রসঙ্গে বলেন, ”আমরা তো এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। এখন তদন্ত চলছে, তদন্তে কি বেরোবে না বেরোবে সেটা যারা তদন্ত করছেন তারাই বলতে পারবেন। তবে এটা ঠিক পরিষদীয় কাজকর্মের ক্ষেত্রে আমাদের কিছুটা অসুবিধা হবে।” শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও।
পার্থকে গ্রেফতার করে যখন ইডি বের হয় তখন যে রাস্তা দিয়ে তাঁরা আসছিল তাতে মনে করা হচ্ছিল সোজা সিজিও কমপ্লেক্স যাবে তাঁরা। কিন্তু সেটা হয়নি। আবার অনুমান করা হচ্ছিল, শরীর খারাপ হওয়ার দরুন হয়তো রাজ্যের মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, কিন্তু তাও হয়নি। বেহালা, ঠাকুরপুকুর ছাড়িয়ে ইডি-পার্থ কনভয় ডায়মণ্ড হারবারের দিকে যায়। তাদের গন্তব্য কোথায় তা নিশ্চিত করা যাচ্ছিল না। মাঝে মনে হয়েছিল, বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের যে অফিস আছে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হবে। তবে সেই অনুমানও বিফলে যায়। শেষে জোকার ইএসআই হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়।