বিধানসভার কাজকর্মে প্রভাব পড়বে না, পার্থকাণ্ডে বলে দিলেন অধ্যক্ষ

বিধানসভার কাজকর্মে প্রভাব পড়বে না, পার্থকাণ্ডে বলে দিলেন অধ্যক্ষ

কলকাতা: আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলেও তাতে বিধানসভার কাজকর্মে কোনও প্রভাব পড়বে না বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন। আজ বিধানসভা ভবনে বনমহোৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিধানসভার সুনির্দিষ্ট কর্মপদ্ধতি আছে। পরিষদীয়মন্ত্রী ছাড়াও ওই বিভাগের একজন প্রতিমন্ত্রীও আছেন। তাই কোনও ব্যক্তি বিশেষের জন্য বিধানসভার কাজকর্ম ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: অর্পিতার টাকার পাহাড়ে পার্থর হাত? কীভাবে হলেন ঘনিষ্ঠ?

যেদিন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন সেদিন বিমানের বক্তব্য ছিল, ”আমরা তো এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। এখন তদন্ত চলছে, তদন্তে কি বেরোবে না বেরোবে সেটা যারা তদন্ত করছেন তারাই বলতে পারবেন। তবে এটা ঠিক পরিষদীয় কাজকর্মের ক্ষেত্রে আমাদের কিছুটা অসুবিধা হবে।” যদিও আজ তিনি অসুবিধা না হওয়ার কথা বলেছেন। পাশাপাশি সেদিন তাঁর বক্তব্য ছিল, বিধানসভা বা লোকসভার কোনও সদস্য গ্রেফতার হলে অধ্যক্ষকে জানাতে হয় এটাই নিয়ম, সাংবিধানিক দায়িত্ব। ততক্ষণে ইডি তাঁকে কিছু জানায়নি। কিন্তু আজ বিমান জানান, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির কথা তাঁকে ইডির তরফে নিয়ম মাফিক চিঠি দিয়ে জানানো হয়েছে।  

এখন অনেকের প্রশ্ন, এই ঘটনায় কি বিধানসভার মর্যাদাহানি হল? সেই বিষয়ে বিমান বলছেন, এই সংক্রান্ত ঘটনায় বিধানসভার মর্যাদাহানি হয়েছে বলেও তিনি মনে করেন না। তবে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার সংক্রান্ত ঘটনা প্রবাহ সন্দেহজনক। ওই ঘটনার সময় বেঁধে তদন্ত করারও তিনি দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *