অবস্থান বদল করলেন বিমল গুরুং, তৃণমূল কি চাপ দিচ্ছে

অবস্থান বদল করলেন বিমল গুরুং, তৃণমূল কি চাপ দিচ্ছে

দার্জিলিং: সম্প্রতি জিটিএ নির্বাচন নিয়ে জোর দিচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে পাহাড় সফরে গিয়ে এই ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। জানান, সবাই প্রায় চায় যে এই নির্বাচন হোক। কিন্তু বিমল গুরুং চাইছেন না পাহাড়ে জিটিএ নির্বাচন হোক এখনই। এই আবহে জল্পনা তৈরি হয়েছিল যে, তিনি হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন। কারণ কালিম্পঙে কনভেনশনে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি সংসদ রাজু বিস্তাকে। তবে এখন জানা গেল, অবস্থান বদল করেছেন বিমল। তিনি নিজেই এই বৈঠকে থাকছেন না।

আরও পড়ুন- ‘তোলামূল টাটা-বাইবাই’, তৃণমূলকে উৎখাত করতে ডাক শুভেন্দুর

আজকে কালিম্পঙে কনভেনশন। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান চাইতেই এই বৈঠকের আয়োজন। তবে উপস্থিত থাকছেন না বিমল গুরুং। বিজেপি সাংসদকে তিনি যখন নিজেই আমন্ত্রণ জানিয়েছিলেন তখন হইহই শুরু হয়েছিল এই বৈঠক নিয়ে। খাতায়-কলমে তৃণমূলের সঙ্গে রয়েছে গুরুং। কিন্তু দলে থেকে সেই দলের পরম শত্রু সাংসদকে তিনি আমন্ত্রণ জানানোয় বিতর্ক শুরু হয়। তবে এখন তিনি নিজেই এই কনভেনশনে থাকছেন না বলে জানা গিয়েছে। তাহলে কি তৃণমূল চাপ দিয়েছে তাঁকে? উঠছে এই প্রশ্ন। প্রসঙ্গত, তৃণমূলের ‘বন্ধু’ যে দলগুলি পাহাড়ে রয়েছে তারাও কিন্তু প্রত্যেকে চাইছে জিটিএ নির্বাচন চাইছে।

পাহাড় সফরে মমতা দাবি করেছিলেন, সকলেই চাইছে পাহাড়ে জিটিএ নির্বাচন হোক, তবে শুধু রোশন গিরির দল এই নির্বাচন নিয়ে অন্য কথা বলছে। তবে তিনি মনে করেন, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে। মমতা জানিয়েছেন, জিটিএ নির্বাচন যাতে ২ থেকে ৩ মাসের মধ্যে করা চায় তার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, দার্জিলিংয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রকে বারবার চিঠি লিখেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 12 =