আর বাদাম বেঁচা নয়, শুধুই গান, ৩ লক্ষ টাকার চুক্তি সেরে বললেন ‘সেলিব্রিটি’ ভুবন

আর বাদাম বেঁচা নয়, শুধুই গান, ৩ লক্ষ টাকার চুক্তি সেরে বললেন ‘সেলিব্রিটি’ ভুবন

কলকাতা: একটি গানেই ভুবন খ্যাত ভুবন বাদ্যকর৷ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে তাঁর ‘কাঁচা বাদাম’ গান৷ কাঁচা বাদামের সুরে তুমুল জনপ্রিয় দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন৷ গান গেয়ে তিনি এখন সেলিব্রিটি৷ তাই আর বাদাম বেঁচবেন না৷ বরং মন দেবেন গানে৷ জানিয়ে দিলেন সেই কথা৷ ইতিমধ্যেই কাঁচা বাদাম গানের জন্য এক বছরের চুক্তি সই করে ফেলেছেন ভুবন৷ মোট ৩ লক্ষ টাকার চুক্তি হয়েছে৷ তার মধ্যে দেড় লক্ষ টাকা হাতে পেয়েও গিয়েছেন তিনি৷  বৃহস্পতিবার বীরভূমের ইলমবাজারে একটি অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানালেন ভুবন বাদ্যকর৷ 

আরও পড়ুন- তৃণমূল কার্যালয়ে ‘বৈঠক’ সেরে বিশ্বজিৎ বললেন, ‘আমি বিজেপিতেই আছি’

উল্লেখ্য, ভুবনের কাঁচা বাদাম গানটি আনুষ্ঠানিকভাবে প্রথম প্রকাশ করেছিল ইলমবাজারের গোধুলিবেলা মিউজিক কোম্পানি৷ এবার ভুবনের সঙ্গে কপিরাইট চুক্তি সাক্ষর সারল তারা৷ অর্থাৎ এই গান ব্যবহারের আগে অনুমতি নিতে হবে ভুবনের কাছ থেকে৷ এর জন্য ভুবনের সঙ্গে ৩ লক্ষ টাকার চুক্তি করেছে মিউজিক সংস্থা৷ ইতিমধ্যে অর্ধেক টাকা দেওয়া হয়ে গিয়েছে৷ বাকি অর্ধেক টাকা পরবর্তী সময়ে তাঁকে দিয়ে দেওয়া হবে৷ 

গ্রামের মেঠো পথ থেকে রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে ঝড় তুলেছে বীরভূমের ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম৷ ডাক এসেছে বিভিন্ন প্রান্ত থেকে৷ পৌঁছে গিয়েছেন দাদাগিরির মঞ্চেও৷ দাদার সঙ্গে খেলেছেন দাদাগিরি৷ পরিচিতি মেলার পর তাঁকে দেখা গিয়েছে কলকাতায় তৃণমূলের প্রচারেও৷ বাদামকাকুর কথায়, ‘আমি এখন সেলিব্রিটি৷ এখন বাদাম বিক্রি করতে গেলে বাদাম বিক্রি হবে না৷ আর একবার যখন আপনাদের কাছে পৌঁছে গিয়েছি, তখন আশা করি আর বাদাম বেঁচতে হবে না৷’’

অত্যন্ত দরিদ্র পরিবার৷ পেট বাঁচাতে গ্রামের পথে বাদাম বিক্রি করতেন ভুবন৷ সাইকেলের পিছনে বাদামের বস্তা চাপিয়ে ঘুরতেন গ্রামে গ্রামে৷ বাদাম বেঁচতে বেঁচতেই তৈরি করেন ‘কাঁচা বাদাম’৷ যা এখন ভুবন বিখ্যাত৷ সম্প্রতি ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানের সঙ্গে নেচে ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়া সেনশেসন তানজিনিয়ার যুবক কিলি পল৷ তার হাত ধরে পূর্ব আফ্রিকাতেও সুপারহিট ভুবন৷ কাঁচা বাদামের সুরে কোমর দুলিয়েছেন বহু তারকা৷