মধ্যমগ্রাম: মুকুল রায় কোন দলে রয়েছেন সেই প্রশ্নের উত্তর এখনও অনেকের কাছে পরিষ্কার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে ‘যোগ’ দিলেও এখন তাঁর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তিনি বিজেপিতে আছেন। এই নিয়ে ধোঁয়াশা কম নয়। এবার ঠিক এইরকমই কিছু ঘটনা ঘটালেন উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনিও দাবি করলেন যে তিনি বিজেপিতেই আছেন।
আরও পড়ুন- ‘দিদি আমাদের বাঁচান’, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন বঞ্চিত হবু শিক্ষক-শিক্ষিকাদের
এদিন মধ্যমগ্রামে জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে তিনি এসেছিলেন ‘বৈঠক’ করার জন্য। সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন, এখনও বিজেপিতেই আছেন। এমনকি গত নির্বাচনে বিজেপি খারাপ ফল নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, নিজেদের মধ্যে গন্ডগোলেই ভরাডুবি হচ্ছে দল। এটা না হলে নির্বাচনগুলিতে আরও ভাল ফল করতেই পারত বিজেপি শিবির। আবার আসন ভোটে গোবরডাঙা এবং বনগাঁ বিজেপির জেতা উচিত বলে দাবি করেন বিশ্বজিৎ। পাশাপাশি নাম না করে বিজেপি বিক্ষুব্ধ বিধায়ক শান্তনু ঠাকুরকেও একহাত নেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে তাঁর ‘বিজেপিতেই আছি’ মন্তব্য।
এই ইস্যুতে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, মুকুল রায়ের পথে হেঁটে এখন নিজেকে বাঁচানোর জন্য এমন কথা বলেছেন বিশ্বজিৎ দাস। তিনি যে তৃণমূল কংগ্রেসের গিয়েছেন তা সবাই দেখেছে, জানেও। তাই এখন এসব বলে কোনও লাভ নেই। আর বিষয়টি এখন যেহেতু আদালতের বিচারাধীন তাই তিনি এমন কথা বলেছেন। বিজেপির আরও দাবি, তিনি টাকা উপার্জনের জন্যই রাজনীতি করছেন। সম্প্রতি মুকুল রায়কে নিয়ে বিস্তর জল্পনা দেখা গিয়েছে। বিধানসভার স্পিকার পর্যন্ত জানিয়েছেন যে, মুকুল রায় বিজেপিতে আছেন বলেই দাবি করেছেন। আর তিনি দলবদল করেছেন এমন কিছু প্রমাণ এখনও মেলেনি।