সুবীরেশের পদত্যাগ চাইছে বিজেপি, বিশ্ববিদ্যালয়ের সামনে চরম বিক্ষোভ

সুবীরেশের পদত্যাগ চাইছে বিজেপি, বিশ্ববিদ্যালয়ের সামনে চরম বিক্ষোভ

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার গ্রেফতার হয়েছেন এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তাঁর গ্রেফতারির পর থেকে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কৌতূহল তুঙ্গে। একাধিক অধ্যাপকরা প্রতিক্রিয়া দিয়েছেন ইতিমধ্যেই। অনেকের বক্তব্য, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হয়েছে। এবার এই ইস্যুকেই হাতিয়ার করে বিজেপি উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাঁর পদত্যাগ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করছে গেরুয়া শিবির।

আরও পড়ুন-কিছু ক্ষণের মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি নামবে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-হাওড়ায়

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে মঙ্গলবার একাধিক বিজেপি কর্মী এসে বিক্ষোভ দেখাতে থাকেন। উপাচার্যকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করে তাঁর পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া হয়। শুধু উপাচার্যের পদত্যাগ নয়, বর্তমান রাজ্য সরকারের অপসারণের দাবিতেও সরব হয়েছে তারা। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। তাদের মূল দাবি, সুবীরেশ ভট্টাচার্যকে পদত্যাগ করতে হবে বা তাঁকে অপসারণ করতে হবে। রাজ্য সরকার অন্য কাউকে নিয়োগ করুক তাঁর জায়গায় যার স্বচ্ছ ভাবমূর্তি আছে। এই বিক্ষোভের কারণেই সকাল থেকে পরিস্থিতি সরগরম বিশ্ববিদ্যালয় চত্বরে।

এদিকে সুবীরেশ ভট্টাচার্যকে নিয়ে সবথেকে বড় বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য। একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি। সেই ভিডিও দেখিয়েই তিনি দাবি করেছেন যে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিতরে পোড়ানো হচ্ছে গোপন নথি। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ”উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যাক্তিকে। এই নথি জ্বালানোর উদ্দেশ্য কি? কিসের তথ্য গোপন করতে কি কি নথি জ্বালিয়ে ফেলা হলো? উপস্থিত ব্যক্তিদের মধ্যে গ্রেফতার হওয়া উপাচার্যও নেই তো, প্রশ্নটা কিন্তু থেকেই যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + twenty =