নয়া রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, দিলেন ৬৩ পাতার রিপোর্ট

নয়া রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, দিলেন ৬৩ পাতার রিপোর্ট

কলকাতা: রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস দায়িত্ব গ্রহণ করেছেন। শহর কলকাতাতেও চলে এসেছেন তিনি এবং রাজভবন থেকে নিজের কাজও শুরু করেছেন। বৃহস্পতিবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, বঙ্গের নয়া রাজ্যপালকে তিনি প্রথম সাক্ষাতেই একটি বড় রিপোর্ট দিয়েছেন। জানা গিয়েছে, ৬৩ পাতার একটি রিপোর্ট রাজ্যপালকে দিয়েছেন সুকান্ত। কিন্তু কী আছে সেই রিপোর্টে?

আরও পড়ুন- পদ পেলেন দেবাংশু! বিজেপিকে রুখতে বড় দায়িত্ব দিল তৃণমূল

বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ রাজভবনে পৌঁছন সুকান্ত মজুমদার। রাজ্যপালের সঙ্গে দেখা করে এই রিপোর্ট তাঁর হাতে তুলে দেন তিনি। জানা গিয়েছে, এই ৬৩ পাতার রিপোর্টে রাজ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সবিস্তারে সব তথ্য দেওয়া হয়েছে। এদিন রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, রাজ্যের অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। রাজ্যের শিক্ষিত যুবকরা চাকরি না পেয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে আর বঙ্গে জায়গায় জায়গায় বিস্ফোরক উদ্ধার হচ্ছে। এক্ষেত্রে তিনি শাসক দল তৃণমূলকেই আক্রমণ করেছেন।

এখন সকলের প্রশ্ন, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের মতোই কি এই রাজ্যপালের সঙ্গে সংঘাত লাগবে রাজ্যের? আপাতত তেমন কিছু বলা যাচ্ছে না কারণ প্রাথমিকভাবে রাজ্যের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি দাবি করেছেন, বাংলা দেশকে নেতৃত্ব দেবে। বৃহস্পতিবার নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দেড়শো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাজ্যপাল এই কথা বলেন। আর তাঁর আরও বক্তব্য, ভারত গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *