এপ্রিলেই নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছে বিজেপি, দিনক্ষণ ঠিক হল বলে

এপ্রিলেই নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছে বিজেপি, দিনক্ষণ ঠিক হল বলে

কলকাতা: বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বারেবারে প্রশ্ন তুলে এসেছে বিজেপি। সম্প্রতি রামপুরহাট কাণ্ড নিয়েও রাস্তায় নেমেছে তারা, তোলা হয়েছে শাসক দলের বিরুদ্ধে আওয়াজ। রাজ্য যে থাকার উপযুক্ত নয় সেই নিয়েও সওয়াল তোলা হয়েছে। এবার এই সব ইস্যুকে কেন্দ্র করেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। এপ্রিল মাসেই নবান্ন অভিযান করার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- ‘গুন্ডাবাজি করা বিরোধী দলনেতা’, বিধানসভা ইস্যুতে শুভেন্দুকে বিঁধলেন ফিরহাদ

রামপুরহাট কাণ্ডের প্রতিবাদে চলতি সপ্তাহেই কলকাতার রাজপথে নেমেছিল বিজেপি। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেদিনই নবান্ন অভিযানের কথা বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, নবান্নের ১৪ তলা নাড়িয়ে দিতে হবে। সেই ঘোষণার পর থেকেই এই অভিযানের প্রস্তুতিতে লেগে পড়েছে বাংলার বিজেপি করমী-নেতারা। শোনা গিয়েছে, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে এই অভিযান করা হতে পারে। সব ঠিক থাকলে ২২ এপ্রিল বিজেপি নবান্ন অভিযান করবে বাংলার বিজেপি শিবির। আইনশৃঙ্খলার অবনতি থেকে শুরু করে একের পর এক হত্যার ঘটনা, নারী নির্যাতন সহ রাজ্যের সামগ্রিক পরিস্থিতির বিরুদ্ধে সরব হবে তারা।

নবান্নের অভিযানের কথা যেদিন শুভেন্দু অধিকারী বলেছিলেন সেদিন তিনি তাঁর এও বক্তব্য ছিল, পুলিশ এবং তৃণমূল কংগ্রেস মিলেমিশে সন্ত্রাস চালাচ্ছে বাংলায়। ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বোকা বানিয়েছিলেন। কিন্তু নন্দীগ্রামের মানুষকে বোকা বানাতে পারেননি, তাই সেখানে হেরেছিলেন। বিজেপি নেতার কটাক্ষ ছিল, ‘তোলামূল টাটা বাই বাই হয়ে যাবে’। তিনি জানিয়েছিলেন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আলোচনায় বসবেন এবং দিন ঠিক করবেন নবান্ন অভিযানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − five =