ভাটপাড়া: ভোটের দিন বিরাট উউতেজনা ছড়ায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাটপাড়ায়। তিন তিনটি বুথে অশান্তি হয়েছে বলে জানা যায়। অর্জুন সিং নিজে ভোট দিতে পারেননি সেদিন। তবে পরে তিনি জানিয়েছিলেন, কিছু গদ্দারদের জন্য তিনি ভোট দিতে পারেননি। আর ভোটের ফলেও তার প্রভাব বটে। ভাটপাড়ায় ফুটল না পদ্ম। ভাটপাড়া পুরসভার ৩৫ ওয়ার্ডের মধ্যে ৩৪ টি ওয়ার্ডেই তৃণমূল জয়ী। আর একটি ওয়ার্ডে সিপিএম প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হয়নি।
আরও পড়ুন- তৃণমূলে ফিরেই প্রথম জয়, কাঁচড়াপাড়ায় জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু
আসলে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কোনও প্রার্থী ছিল না। যেখানে অর্জুন ভোট দেন! কিন্তু কেন? আসলে এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছিল সৌরভ সিংকে। যিনি সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো। কিন্তু নির্বাচনের প্রাক্কালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাই এই ওয়ার্ডে আর ভোট দেননি অর্জুন। তাঁর কথায়, কিছু ‘গদ্দার’র জন্য আজ তিনি ভোট দিতে পারেননি। জীবনে প্রথমবার ভোট দিতে পারেননি। আর আজকে যে ফল প্রকাশ হল তাতে তাঁর নেতৃত্ব এবং প্রভাব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
বিধানসভার পর উপনির্বাচন, এবার পুরভোট। তৃণমূলের দাপাদাপি বহাল থাকল। বিপুলভাবেই এই পুরভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে তা এখনই একদম স্পষ্ট হয়েছে। আর সেই জয়ের ধারা অব্যাহত রাখার প্রেক্ষিতেই দলীয় কর্মী এবং নেতাদের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”এই জয় আমাদের দায়িত্ব এবং কর্তব্য আরও বাড়িয়ে দিল। আসুন সবাই একসঙ্গে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের জন্য কাজ করি।”