কলকাতা: তিন বছর পুরনো একটি মামলায় বিজেপির ১১ জন নেতা-কর্মীর রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। এই মামলায় গ্রেফতারির আশঙ্কা ছিল বিজেপি নেতাদের তাই তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এখন আদালত তাঁদের স্বস্তি দিল। এই ইস্যুতে নাম জড়িয়ে আছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক নেতা-কর্মীর। কিন্তু কী এই মামলা?
আরও পড়ুন- কোভিডকালে ১ লক্ষের বেশি নারী নিখোঁজ বাংলা থেকে! এখনও তথ্য নেই ৫৬%-এর
আসলে ২০১৯ সালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আইন অমান্য কর্মসূচি নিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের ওই কর্মসূচিতে কিছু বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। আগেই আগাম জামিন নিয়েছিলেন দিলীপ ঘোষ, এবার বাকিরা আগাম জামিনের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাতেই রক্ষাকবচ বহাল থাকল।
এই বিষয়ে রাজ্যকে আদালতের প্রশ্ন ছিল, এখন গ্রেফতার বা হেফাজতে নেওয়ার কোনও কারণ রয়েছে কিনা। রাজ্যের উত্তরে সন্তুষ্ট হয়নি হাইকোর্ট। তারপরই বিজেপি নেতা-কর্মীদের রক্ষাকবচ বহাল রাখা হল। বিজেপি নেতা-কর্মীদের আপাতত গ্রেফতার করা যাবে না।