কলকাতা: সিবিআই তদন্ত হবে কী হবে না, তা নিয়ে গতকাল পর্যন্ত দোটানা ছিল। কিন্তু আজ কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে যে, বগটূই কাণ্ডে সিবিআই তদন্ত হবে। আদালত এই রায় দিয়ে জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সব রকম সাহায্য করতে হবে রাজ্য সরকারকে। এই রায় ঘোষণা হওয়ার পর বেজায় খুশি হয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির। তারা এই রায়কে স্বাগত জানিয়ে রাজ্যকে একহাত নিয়েছে। বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, আদালতের এই রায় রাজ্য সরকারের গালে চড় পড়ার মতো।
আরও পড়ুন- সিটের রিপোর্ট পেশ আদালতে, সাসপেন্ড হলেন রামপুরহাট থানার আইসি
বিজেপির অভিযোগ, প্রমাণ নষ্ট করার জন্য আগেভাগে সিট গঠন করেছিল রাজ্য সরকার। টাকা ও চাকরি দিয়ে মৃতদেহগুলিকে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ে সরকারের সব পরিকল্পনা ভেস্তে গেল। আদালত যে রায় দিয়েছে তা রাজ্য সরকারের গালে চড় মারার সমান। শুধু বিজেপি নয়, সিপিএমও এই রায়ে খুশি হয়েছে। তাদের নিশানাতেও রয়েছে সিট। সত্যকে ধাপাচাপা দিতেই সরকার এই সিটের গঠন করেছিল বলে তারাও দাবি করেছে। তবে এক যোগে তারা বিজেপিকেও কটাক্ষ করেছে। সিপিএম নেতৃত্ব বলছে, মমতার সিট আর অমিত শাহের সিবিআই একই।
আজ কলকাতা হাইকোর্ট এই মামলার রায়ে জানিয়েছে, রামপুরহাটের ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করেছে তারা। মামলার পরিস্থিতি বিবেচনা করে আদালত মনে করছে এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতেই দেওয়া উচিত। বিচার এবং সমাজে প্রতি ন্যায়ে স্বচ্ছ তদন্ত করে সত্য প্রকাশ্যে অনাটা অত্যন্ত জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই এই মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দিতে চায় আদালত। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দিতে। আদালত আরও জানিয়েছে, এবার থেকে এই মামলায় রাজ্য সরকার গঠিত সিট কোনও তদন্ত করতে পারবে না।