কলকাতা: বিধানসভায় হাতাহাতি, ধস্তাধস্তি৷ শুভেন্দু অধিকারী সহ সাসপেন্ড ৫ বিজেপি বিধায়ক৷ এই ঘটনার প্রতিবাদে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে বিজেপি৷ শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা সহ বিজেপি’র শীর্ষ স্থানীয় নেতারা সকলেই প্রায় সকলেই ছিলেন মিছিলের সম্মুখভাগে৷ মিছিলে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালও৷
আরও পড়ুন- বিধানসভার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মমতা, দিলেন এফআইআর-এর নির্দেশ
শনিবার বিজেপি’র তরফে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল৷ সোমবার দুপুর ২টো থেকে সেই মিছিল শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু বেলা ৩টের সময়ও মিছিল সম্পূর্ণভাবে শুরু করা যায়নি৷ এরই মধ্যে সোমবার সকালে বিধানসভায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি বিধায়করা৷ বিজেপি’র অভিযোগ, নিজেদের বেঞ্চে বসে থাকার সময় তাঁদের উপর আক্রমণ চালায় শাসক দলের বিধায়করা৷ যদিও সেই দাবি নাকোচ করে তৃণমূলের অভিযোগ, বিজেপি’ই প্রথম হামলা চালিয়েছে৷ এর পরেই শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং নরহরি মাহাতোকে সাসপেন্ড করেন অধ্যক্ষ৷ এই ঘটনায় অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি৷
এদিন বিজেপি’র এই মহামিছিল এসএম ব্যানার্জি রোড হয়ে রানি রাসমণি রোড পর্যন্ত যাবে৷ রামপুরহাটের বগটুই-কাণ্ড থেকে আনিস খানের মৃত্যু সহ রাজ্যে একাধিক খুনের ঘটনার প্রতিবাদে এই মহামিছিযলের ডাক দিয়েছিল গেরুয়া শিবির৷ মিছিলে উপচে পড়ে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়৷ এই মিছিলের কর্মসূচিতে নয়া সংযোজন বিধানসভায় বিধায়কদের হাতাহাতি ও পাঁচ বিধায়কের সাসপেন্ড হওয়ার ঘটনা৷ শুভেন্দুর দাবি, তাঁদের অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে৷ এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, ইচ্ছাকৃতভাবে অশান্তি করা হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>