কলকাতা: ১০৮ পুরসভার নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই গোটা রাজ্যে আজ উত্তেজনা বহাল। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তি এবং হিংসার খবর আসছে। বিজেপি সহ বিরোধীরা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে। কিন্তু ঘাসফুল শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু ভোটে হিংসার ঘটনা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল বিজেপি। আগামীকাল বাংলা বনধের ডাক দিয়েছে তারা।
আরও পড়ুন- গ্রুপ সি মামলার তদন্তভার রঞ্জিত কুমার বাগের কমিটিকে দিল হাই কোর্ট
সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। ভোটে সন্ত্রাসের অভিযোগে কাল বাংলা বনধের ডাক দিয়েছে তারা। সকাল ৬ টা থেকে এই বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলার ভোটে লাগামছাড়া হিংসা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। তার প্রতিবাদেই এই বাংলা বনধের ডাক দিয়েছে তারা। যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, মানসিক অবসাদ ও নিশ্চিত পরাজয় জেনে প্রচারে ভেসে থাকার চেষ্টা করছে বিরোধীরা৷ দুর্ভাগ্যজনকভাবে কিছু অভিযোগ এসেছে৷ কোনও কোনও সংবাদমাধ্যমের সাংবাদিক ও চিত্র সাংবাদিক অনৈতিক ভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে৷ তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্যে প্ররোচনা দেওয়া হয়েছে৷ যে অভিযোগ বা নাটকগুলি সামনে আসছে শতাংশের হিসাবে তা মাত্র ১.২ শতাংশ৷
উল্লেখ্য, ২০ জেলার ১০৮ পুরসভায় আজ ভোট গ্রহণ সম্পন্ন হল। ২ হাজার ২৭১ টি বুথে আজ শুরু হয়েছে ভোট গ্রহণ। হাইভোল্টেজ এই ভোট গ্রহণ ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। মোতায়েন ছিল প্রায় ৪৪ হাজার পুলিশকর্মী। মোট অবজারভারের সংখ্যা ছিল ১৩৫ জন। কিন্তু তাতেও হিংসা আটকানো যায়নি বাংলায়। বিক্ষিপ্ত অশান্তির ছবি এসেছে ঘুরে ফিরে। প্রহৃত হয়েছে আম ভোটার থেকে শুরু করে সাংবাদিকরাও।