হাসপাতালে ভর্তি অনুব্রত, গান গেয়ে ‘খোঁচা’ বিজেপি বিধায়কের

হাসপাতালে ভর্তি অনুব্রত, গান গেয়ে ‘খোঁচা’ বিজেপি বিধায়কের

f4078308810e9a524e58d514b3432cce

কলকাতা: সিবিআই তলবে সাড়া দিতে এসে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, বার্ধক্যজনিত কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। এছাড়াও শ্বাসকষ্ট হয়েছে তৃণমূল নেতার তাই তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে। অনুব্রতকে নিয়ে এই মুহূর্তে বিরাট আলোচনা চলছে। সত্যিই তিনি অসুস্থ নাকি সিবিআইকে এড়িয়ে যাচ্ছেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। ঠিক এই সময়েই তাঁকে নিয়ে গান বাঁধলেন বিজেপি বিধায়ক! মূলত ‘কেষ্ট’কে খোঁচা দিতেই তাঁর এই গান।

আরও পড়ুন- ইচ্ছে থাকলেও যেতে পারেননি, হাসপাতালে জেরায় রাজি! সিবিআইকে চিঠি ‘কেষ্ট’র

অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে গান বেঁধেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কীর্তনশিল্পী অসীম সরকার। বুধবার বিধানসভায় কমিটির মিটিংয়ে যোগ দিতে এসেছিলেন এই কীর্তনশিল্পী। গানের মাধ্যমেই তৃণমূলের ‘কেষ্ট’কে কটাক্ষ করেন তিনি। ব্যঙ্গাত্মক যে গান তিনি গেয়েছেন তা এই রকম… ”দাদা ভর্তি হয়েছে/ ও দাদা, দাদা ভর্তি হয়েছে।/সিবিআইয়ের কথা শুনেই শ্বাসকষ্ট বেড়েছে/ শ্বাসকষ্ট বেড়েছে।/দাদা ভর্তি হয়েছে/ ও দাদা, দাদা ভর্তি হয়েছে।” তিনি আরও গাইছেন, ”সন্ত্রাসীদের লিডার দাদা, দিদি করল সেট/ বড় একটা মাথা দাদার, আনকমন এক পেট।/সিবিআইয়ের হাজিরার ডেট শুনেই ঠেলায় পড়েছে, দাদা ভর্তি হয়েছে/ ও দাদা, দাদা ভর্তি হয়েছে।” তাঁর সেই গান শুনে হাততালি দিতে দেখা যায় বাকি কয়েক জন বিজেপি বিধায়ককে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর সিওপিডি, হৃদযন্ত্রের সমস্যা, ওবিসিটির সমস্যা, সুগারের মতো ক্রনিক রোগের সমস্যা রয়েছে। পাশাপাশি চিকিৎসকরা আরও জানিয়েছেন তাঁর হরমোনাল কিছু সমস্যাও রয়েছে যেগুলি সাম্প্রতিক সময়ে আরও বেড়ে গিয়েছে। তাই এই মুহূর্তে তাঁর হাসপাতালে থেকে চিকিৎসা করাই শ্রেয়। এসএসকেএম সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের হার্ট রেট বেশি আছে। তাঁর ইসিজি, কার্ডিওগ্রাফিও হয়েছে। আপাতত চেষ্টা চলছে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করার। পরবর্তী পদক্ষেপ কী হবে তা যাচাই করতে কিছুটা সময় লাগবে তাঁদের, এমন জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- নাটকীয় বাঁক, CBI দফতর নয়, সোজা এসএসকেএম-এ পৌঁছলেন অনুব্রত

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল সিবিআইকে চিঠি লিখে জানিয়েছেন যে, তাঁর নিজাম প্যালেসে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই অবস্থায় তিনি যেতে পারবেন না। যদি সিবিআই চায় তাহলে তাঁকে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে নিজাম প্যালেসে গিয়ে তলবে সাড়া দেওয়ার জন্য তিনি আরও ৪ সপ্তাহ সময় চেয়েছেন। উল্লেখ্য, গরু পাচার মামলায় সিবিআই তাঁকে এই নিয়ে পঞ্চমবার তলব করেছে। চারবার তলবে সাড়া দেননি অনুব্রত মণ্ডল। কিন্তু এবার তিনি তলবে সাড়া দিতেই কলকাতায় এসেছিলেন বলে জানা গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *