শান্তিনিকেতনে ১০ কাঠা জমির উপর তৈরি ‘অপা’র মালিকও অর্পিতা! বলছে বিএলআরও নথি

শান্তিনিকেতনে ১০ কাঠা জমির উপর তৈরি ‘অপা’র মালিকও অর্পিতা! বলছে বিএলআরও নথি

dc422d77078a8f18d9780cf2d6d586ef

কলকাতা:  এসএসসি দুর্নীতির তদন্তে নেমে মিলছে একের পর এক সম্পত্তির হদিশ৷ এবার খোঁজ মিলল অর্পিতা মুখোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ির৷ সেই ‘অপা’র মালিক শুধুই ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা৷ পার্থ চট্টোপাধ্যায় নন। বাড়ির দলিল দেখে তেমনটাই জানান বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। ইডি সূত্রের খবর, এসএসসি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেই শ্যামবাটির এই বাড়ির খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। অনেকেরই দাবি, অর্পিতা এবং পার্থের নামের আদ্যক্ষর জুড়েই এই বাড়ির নামকরণ করা হয়েছে ‘অপা’।
 

আরও পড়ুন- অভিষেক-বৈঠকও কি কোনও রাজনীতি? একাধিক প্রশ্ন তুলল ‘যুব ছাত্র অধিকার মঞ্চ’

শনিবার বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সঞ্জয় রায় ‘অপা’র দলিল দেখে জানান, ২০২০ সালে ওই বাড়ির জমির মিউটেশন করা হয়। প্রান্তিকের ফুলডাঙায় ০.১৭ একর (১০ কাঠার বেশি) জমির উপর ওই বাড়ি তৈরি করা হয়েছে৷ খাতায় কমলে যার মালিক অর্পিতা৷ সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ নেই। ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রেই জানা যায়, ২০১২ সালে জমিটি কেনা হয়৷ অর্পিতার আগে এই জমির মালিক ছিলেন কলকাতার বাসিন্দা সুষেণ বন্দ্যোপাধ্যায় ও শ্যামলী বন্দ্যোপাধ্যায়৷ ২০২০ সালের ২৪ ডিসেম্বর খতিয়ান রেকর্ড হয়। স্থানীয়রা জানাচ্ছে, অর্পিতা প্রায়ই এই বাড়িতে আসতেন৷ তবে পার্থকে কেউ কখনও এখানে আসতে দেখেননি।