কলকাতা: বিগত কয়েক দিন ধরেই তিনি জল্পনা বৃদ্ধি করেছেন। এমন সব মন্তব্য করছিলেন যে মনে করা হচ্ছিল যে, অর্জুন সিং তৃণমূলে আসছেন সেটা প্রায় পাকা। কিন্তু আপাতত তেমনটা না হলেও ধারণা তৈরি হয়েছিল যে রবিবার দুপুরে এই ‘কামব্যাক’ হবে। আবার একাধিক জায়গায় মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্বাগত পোস্টার আরও বেশি করে জল্পনা বাড়িয়েছে। এরই মধ্যে আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
আরও পড়ুন- পাখির চোখ পঞ্চায়েত, বিজেপির প্রস্তুতি নিয়ে অবাক মন্তব্য সুকান্তর
শেষ কয়েক দিনে পরপর কতকগুলি পোস্ট করেছিলেন অর্জুন। সেই থেকেই অনুমান করা হচ্ছিল যে খুব তাড়াতাড়ি তাঁর ‘ঘরওয়াপসি’ হবে। এদিন যেন এই সম্ভাবনা আরও বেড়ে গেল। কারণ আজ বিজেপি সাংসদ পোস্ট করে লিখেছেন, ”যারা আমার ভিত নিয়ে কথা বলছেন তারা আগে নিজেদের ভিত দেখুন। মাঝে মাঝে নিজেদের ভেতর দেখতে হবে।” অর্জুনের এই পোস্টে একটা বিষয় স্পষ্ট যে তিনি কী উদ্দেশে এবং কাদের উদ্দেশ্য করে এই কথা লিখেছেন। এই ধরণের পোস্ট, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস সমর্থিত তাঁর পোস্টার, হোডিং একটাই বার্তা দিচ্ছে যে, তাঁর ঘাসফুল শিবিরে ফেরা হয়তো কিছু সময়ের অপেক্ষা।
ইতিমধ্যেই খোদ অর্জুন সিং চরম ইঙ্গিত দিয়েই দিয়েছেন। তিনি জানিয়েছেন, কিছু ক্ষণের মধ্যেই কলকাতা যেতে হবে তাঁকে। শেষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এমন কাজ তিনি করবেন যে সবাই তা জানতে পারবেন। তিনি বিজেপিতে থাকছেন কী থাকছেন না বা তাঁকে বিজেপি রাখছে কিনা, সেটা সময়ই বলবে। এমনটাই জানিয়েছেন অর্জুন সিং।