কলকাতা: দলবদল কি তাহলে আজই সম্পন্ন হবে? এখন অর্জুন সিংকে নিয়ে এই প্রশ্ন সকলের মুখে মুখে। ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন বিজেপি সাংসদ। আলিপুরের এক হোটেলে আপাতত রয়েছেন তিনি। এখান থেকে কি তাহলে সোজা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যাবেন তিনি? জল্পনা তুঙ্গে। এখনও পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে না যে তিনি তৃণমূলের সঙ্গে বৈঠক করতে এসেছেন, নাকি বিজেপির সঙ্গে। বঙ্গ বিজেপি নেতৃত্ব কিন্তু এখনও আশাবাদী যে অর্জুন বিজেপিতেই থাকবেন।
আরও পড়ুন- পাখির চোখ পঞ্চায়েত, বিজেপির প্রস্তুতি নিয়ে অবাক মন্তব্য সুকান্তর
এই জল্পনা নিয়ে প্রতিক্রিয়া দিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর কথায়, সেই যদি ফিরতে হল তাহলে গেলই বা কেন। এত ঝামেলাও বা কেন হল। তবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কথায়, অর্জুন বিজেপিতে আসার পর তৃণমূল তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করেছিল। মোট ১২২ টি। এছাড়াও রাজনৈতিক হিংসা চালানো হয়েছিল তাঁর এবং তাঁর সঙ্গীদের ওপর। এরপরেও অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন তা তিনি ভাবছেন না। তবে আসলে কী হবে, তাতো সময়ই বলবে।
শেষ কয়েক দিনে পরপর কতকগুলি পোস্ট করেছিলেন অর্জুন। সেই থেকেই অনুমান করা হচ্ছিল যে খুব তাড়াতাড়ি তাঁর ‘ঘরওয়াপসি’ হবে। এদিন যেন এই সম্ভাবনা আরও বেড়ে গেল। কারণ আজ বিজেপি সাংসদ পোস্ট করে লিখেছেন, ”যারা আমার ভিত নিয়ে কথা বলছেন তারা আগে নিজেদের ভিত দেখুন। মাঝে মাঝে নিজেদের ভেতর দেখতে হবে।” অর্জুনের এই পোস্টে একটা বিষয় স্পষ্ট যে তিনি কী উদ্দেশে এবং কাদের উদ্দেশ্য করে এই কথা লিখেছেন।