কলকাতা: গত ২০ জুলাই বুধবার চাঁদা প্রাথমিক বিদ্যালয়ে একদিনের নাট্য কর্মশালা হয়ে গেল গোবরাপুর আরেক থিয়েটারের তত্ত্বাবধানে। নাট্য কর্মশালা পরিচালনার দায়িত্বে ছিলেন রূপালী বিশ্বাস ,সুবান্ত শর্মা , সুজিত দত্ত, অমৃক সিংহ, সাথী মিস্ত্রী, রাখী পাইন, তৃষা বসু, অর্ণব চট্টোপাধ্যায়, অর্ঘজ্যোতি মল্লিক, মৌ বিশ্বাস ও সুকান্ত শর্মা। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ৬০ জন ছাত্র-ছাত্রী এই কর্মশালায় অংশ নিয়েছিল।
আরও পড়ুন- ‘সময়মতো সঠিক তথ্য’ দেব, এই প্রথম তদন্তে সহযোগিতার ইঙ্গিত পার্থর
দলের কার্যবাহী সম্পাদক অমৃক সিংহ জানান, থিয়েটার গেমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের থিয়েটারের প্রাথমিক ধারণা এবং শিক্ষায় থিয়েটার কীভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে এটাই ছিল কর্মশালার মূল বিষয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য সম্পর্কে সচেতন করাটাও জরুরি। এই ধরনের কর্মশালার মাধ্যমে সেটা আরও সহজ হয়ে ওঠে বলেই বিদ্যালয়ের পক্ষ থেকে এই নাট্যশালার আয়োজন করা হয়েছে । কর্মশালা শেষে ছাত্র-ছাত্রীরা কতটা শিখতে পারল তা জানাতে একক বা দলগতভাবে তারা নাচ, গান বা ছোট নাটক করে দেখায়। নাট্য কর্মশালায় অংশগ্রহণকারীদের আরেক থিয়েটারের পক্ষ থেকে সকলকে শংসাপত্রও দেওয়া হয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>