২০২৪-এই অভিষেক মুখ্যমন্ত্রী! জল্পনার টুইট কয়েক ঘণ্টাতেই মুছলেন অপরূপা

২০২৪-এই অভিষেক মুখ্যমন্ত্রী! জল্পনার টুইট কয়েক ঘণ্টাতেই মুছলেন অপরূপা

কলকাতা: গতকাল ছিলেন কূণাল ঘোষ, আজ অপরূপা পোদ্দার। জল্পনা উদ্দীপক মন্তব্য করে আপাতত সংবাদ শিরোনামে দু’জন। গতকাল তৃণমূল মুখপাত্র ফেসবুক পোস্টে দাবি করেছিলেন যে, ২০৩৬ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন। এদিকে আজ ঘাসফুল সাংসদ অপরূপা সটান দাবি করে বসেন যে, ২০২৪ সালেই বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়! যদিও বিতর্ক সৃষ্টি হওয়ায় এই টুইট তিনি মুছেও দেন পরে। কিন্তু ততক্ষণে তা ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ১২২ বছরে নতুন রেকর্ড হল না একটুর জন্য!

এদিন অপরূপা পোদ্দার টুইট করে লিখেছিলেন, ”আমি চাই, আমাদের দিদি ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীশ ধনকরের থেকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ২০২৪ সালে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়।” তবে এই মন্তব্য টুইট করার পর বিতর্ক দানা বাঁধতেই তা মুছে দেন সাংসদ। অর্থাৎ কূণাল ঘোষের সুরে সুর মিলিয়েই ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন এই সাংসদ। শেষ দু’দিনে এই একই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। গতকাল কুণাল ঘোষের পোস্ট সারা রাজ্যে আলোড়ন ফেলে দিয়েছিল।

কুণাল স্পষ্ট লিখেছিলেন, ”তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =